Thursday, November 6, 2025

সীমান্তে হামলার পরে একমাত্র ‘দিদি’ প্রতিনিধি পাঠিয়েছেন: আপ্লুত ওমর, নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

Date:

অপারেশন সিন্দুরের পরে একমাত্র বাংলা থেকে দিদি প্রতিনিধি পাঠিয়ে কাশ্মীরের সীমান্তের মানুষের খোঁজ নিয়েছেন। বৃহস্পতিবার, নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একান্ত বৈঠকের পরে জানালেন আপ্লুত জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেই জম্মু-কাশ্মীর থেকে এসেছেন বলে জানালেন ওমর। তাঁর কথায়, “দিদি সর্বদাই জম্মু-কাশ্মীরের পাশে ছিলেন। সেজন্য আমরা কৃতজ্ঞ।“ উপত্যাকার নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মমতা।

পহেলগাম হামলা ও তার পরবর্তী সময়ে কাশ্মীর সীমান্তে পাক হামলার পরে প্রথম নবান্নে বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে একান্ত বৈঠক করলেন ওমর আবদুল্লা। বৈঠক সেরে বেরিয়ে বাংলার মুখ্যমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওমর বলেন, “জম্মু ও কাশ্মীর থেকে এসেছি দিদির সঙ্গে দেখা করতে। যে হামলা হয়েছে তারপর, বিশেষ করে অপারেশন সিন্দুরের পরে যেভাবে রাজৌরি, পুঞ্চ এলাকায় শেলিং হয়েছে। দিদি সেখানে প্রতিনিধি পাঠিয়ে সহনুভূতি দেখিয়েছেন। বাংলার প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিল। তাঁদের অভাব-অভিযোগ শুনেছিল। প্রতিনিধিদল পাঠানোর জন্য দিদিকে ধন্যবাদ জানাই। আমি জানি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি। আমি এর আগেও দিদির অতিথি হয়ে এসেছি।“
আরও খবর:  ওমরের আমন্ত্রণে পুজোর পরে কাশ্মীর সফর মমতার, উপত্যকার পর্যটন চাঙ্গা করতে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

এর পরেই মমতাকে কাশ্মীরে (Jammu And Kashmir) আমন্ত্রণ জানান সে রাজ্যের মুখ্যমন্ত্রী। বলেন, “আমি চাই দিদিও আমাদের মেহমান হয়ে আসুন। আমি পশ্চিমবঙ্গ থেকে পর্যটকরা জম্মু-কাশ্মীরে আসুন। আমাদের দায়িত্ব তাঁদের খেয়াল রাখা। আমরা সেটা সুনিশ্চিত করব।“ সেই কথার রেশ টেনেই কেন্দ্রকে নিশানা করেন মমতা। বলেন, “বাংলার বহু পর্যটক কাশ্মীরে বেড়াতে যান। উনি বলছেন, নিরাপত্তা দেবেন, নির্ভয়ে বেড়াতে যেতে। আমরাও চাই মানুষ কাশ্মীরের মতো সুন্দর পর্যটন স্থানে বেড়াতে যাক। তবে বর্ডার এলাকায় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো কেন্দ্রের। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত যাতে বৈষ্ণোদেবী, পহেলগাঁও, ডাল লেকের মতো সুন্দর জায়গায় মানুষ বেড়াতে যেতে পারেন নির্ভয়ে।“

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version