Monday, November 3, 2025

কাশ্মীরে যাওয়া নিয়ে শুভেন্দুর কুৎসার জবাবে ধুয়ে দিলেন শশী

Date:

বিজেপির (BJP) যে রন্ধ্রে রন্ধ্রে সাম্প্রদায়িকতা তা আবারও প্রমাণ হয়ে গেল। জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বাংলায় এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উপত্যকায় যাওয়ার আহ্বান জানান। বলেন, নিরাপত্তার দায়িত্ব তাঁর। মমতাও সেই আমন্ত্রণ গ্রহণ করেন। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতার সকলকে কাশ্মীরে যেতে নিষেধ করা বিষয় নিয়ে ধুয়ে দিলেন তিনি। এই ইস্যুতে পাল্টা দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) ধুয়ে দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)।

শশী পাঁজা (Shashi Panja) জানিয়েছেন, “রাজ্যে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। প্রত্যেকেই বার্তা দিয়েছেন যে তাঁরা কাশ্মীরের পাশে আছেন। আমি জানি না শুভেন্দু অধিকারীর কী অ্যালার্জি হয়েছে।” তাঁর সাফ কথা, বিজেপির কোনও নেতা বা সরকার রাজ্যবাসীকে কোনও জায়গায় যাওয়ার বিষয়ে নির্দেশ দিতে পারে না। কোনও ফরমান জারি করতে পারেন না।”

শুভেন্দু  বলেছিলেন, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে কোনও বাঙালির যাওয়া উচিত নয়। কাশ্মীরের বদলে জম্মু যান। হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে যান। তাঁর এই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তিনি একটি সম্প্রদায়কে নিশানা করতে পারেন কীভাবে। কীভাবে তিনি কাউকে কোনও জায়গায় যেতে নিষেধ করতে পারেন। খোঁচা দিয়ে শশী পাঁজা বলছেন, তাঁর কাছে অবশ্য রাজ্য সরকারের থেকে বাংলাদেশের ইউনুস সরকার ভালো।
আরও খবররাজ্যের ৬ পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পাঠালো দিল্লি পুলিশ! স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট তলব হাইকোর্টের 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version