Sunday, August 24, 2025

‘সিলিকন ভ্যালি’-তে তোড়জোড়, রাজ্যে আসছে ৩৫ হাজার কোটি টাকার তথ্যপ্রযুক্তি বিনিয়োগ

Date:

রাজারহাটে (Rajarhat) তৈরি হতে চলেছে তথ্যপ্রযুক্তির (Information Technology) নতুন অধ্যায়। প্রায় ২৫০ একর জমিতে গড়ে উঠতে চলেছে বেঙ্গল সিলিকন ভ্যালি (Silicon Valley) আইটি হাব। ইতিমধ্যেই ৪১টি সংস্থা এই প্রকল্পে জমি নিয়েছে, যার মধ্যে ২৩টি সংস্থা নির্মাণকাজ শুরু করে দিয়েছে। রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতর দাবি, এই হাবে প্রাথমিকভাবে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে এবং এক লক্ষেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) জানান, “ইতিমধ্যেই ইটিটি ডেটা, এসটি টেলিমিডিয়া-সহ তিনটি সংস্থা কাজ শুরু করতে চলেছে। রিলায়েন্স, ক্যাপজেমিনি, এল অ্যান্ড টি, টিসিএস, ইনফোসিস, আইটিসি ইনফোটেকের মতো সংস্থাও জায়গা নিয়েছে। বহু সংস্থা ভবন নির্মাণ শুরু করেছে। বিনিয়োগের গতি ও আগ্রহ দেখে বোঝা যাচ্ছে, এই হাব ভবিষ্যতের প্রযুক্তি-কেন্দ্র হিসেবে রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”

সরকারি তথ্য অনুযায়ী, ২০১১ সালের তুলনায় রাজ্যে তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি বেড়েছে ২৮৫ শতাংশ। এবছর রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। এই বৃদ্ধির পেছনে সরকারের একাধিক নীতি ও উদ্যোগের উল্লেখ করেছেন দফতরের আধিকারিকেরা। মন্ত্রী আরও জানান, রাজ্য সরকার শীঘ্রই সেমিকন্ডাক্টর এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি) নিয়ে নীতি ঘোষণা করবে, যা আরও বড় মাপের সংস্থাকে আকৃষ্ট করবে।

রাজারহাটের এই প্রকল্প ঘিরে রাজ্যের আইটি খাতে একটি নতুন দিগন্তের সূচনা হতে চলেছে বলেই মনে করছে শিল্পমহল। শুধু বিনিয়োগ নয়, কর্মসংস্থানের নিরিখেও এই উদ্যোগ রাজ্যের যুবসমাজের কাছে বড় সুযোগ এনে দেবে। আরও পড়ুনঃ ৫০% রাজস্ব জনস্বার্থে খরচ না করলে বন্ধ হবে অনুদান: কড়া নির্দেশ নবান্নের

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version