ফের বিজেপিশাসিত রাজ্যে বুলডোজারের দাপাদাপি। গরিব মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়া তাণ্ডব। বিজেপি (BJP) ক্ষমতায় আসার পর থেকেই উচ্ছেদের আশঙ্কায় দিন কাটছে রাজধানী দিল্লির (Delhi) অসংখ্য বস্তিবাসীর। যেমনটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো বিজেপি রাজ্যগুলিতে লাগাতার হয়ে চলেছে। তৃণমূলের (TMC) তরফে সেই প্রতিবেদন পোস্ট করে লেখা হয়েছে, ”এটি একটি সতর্কবার্তা: যদি তারা (বিজেপি) ২০২৬ সালে ক্ষমতায় আসে, তাহলে হয় আপনাকে গৃহহীন করা হবে। নয়তো দেশছাড়া করা হবে। বিচক্ষণতার সঙ্গে বেছে নিন।”
এবার রাজধানী দিল্লির (Delhi) বাংলাভাষীদের বস্তির উচ্ছেদের পরিকল্পনা শুরু করেছে সেখানকার নবনির্বাচিত বিজেপি সরকার। দিল্লির বসন্তকুঞ্জে অবস্থিত ‘জয় হিন্দ ক্যাম্প’-এ যেখানে ৫,০০০-এরও বেশি বাংলা ভাষাভাষী মানুষ থাকেন, সেখানে বিদ্যুৎ ও পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে উচ্ছেদের ভয়ে কাঁটা বস্তিবাসীরা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকার এই উচ্ছেদ অভিযানের সম্পূর্ণ দায়িত্ব তুলে দিয়েছেন দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ও দিল্লি পুলিশের হাতে। বিজেপি প্রশাসন সরাসরি ভারতের ঐক্য ও বহুত্ববাদী চেতনার উপর আঘাত হানছে।
এই নিয়ে সংবাদপত্রের প্রতিবেদন পোস্ট করে বিজেপিকে তুলোধনা করে করেছে তৃণমূল। নিজেদের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে,
“বিজেপি আর বুলডোজার যেন এক নরকে তৈরি ম্যাচ।
দিল্লির বসন্ত কুঞ্জে জয় হিন্দ ক্যাম্পে বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ করে দেওয়ার পর, যেখানে ৫,০০০-এরও বেশি বাংলাভাষী বাসিন্দা বাস করেন, পরবর্তী পদক্ষেপ হল ধ্বংস। ঠিক বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দিল্লি জুড়ে অসংখ্য বস্তির মতো।
রেখা গুপ্তার সরকার এদের নির্মূল করতে ডিডিএ ও দিল্লি পুলিশকে ছাড় দিয়েছে। এটি ভারতের বহুত্ববাদী আত্মার উপর একটি সম্পূর্ণ আক্রমণ। এটি রাজধানীতেই ঘটছে।
বিজেপি আমাদের জনগণের মর্যাদা, অধিকার এবং আশ্রয় কেড়ে নেওয়াকে তাদের লক্ষ্য করে তুলেছে।”
এর পরেই সতর্ক করে বাংলার শাসকদলের তরফে লেখা হয়েছে, ”এটি একটি সতর্কবার্তা: যদি তারা (বিজেপি) ২০২৬ সালে ক্ষমতায় আসে, তাহলে হয় আপনাকে গৃহহীন করা হবে। নয়তো দেশছাড়া করা হবে। বিচক্ষণতার সঙ্গে বেছে নিন।”
.@BJP4India and bulldozers are a match made in hell.
After cutting off electricity and water supply to Jai Hind Camp in Delhi’s Vasant Kunj, home to over 5,000 Bengali-speaking residents, the next step is DEMOLITION. Just like countless slums across Delhi since BJP came to… pic.twitter.com/FpsXNPk946
— All India Trinamool Congress (@AITCofficial) July 12, 2025
আরও খবর: কোথায় গেল শুভেন্দুর রোহিঙ্গা তত্ত্ব: ওড়িশায় পরিযায়ী সুজনকে মারধরে প্রশ্ন তৃণমূলের
–
–
–
–
–
–
–
–
–
–