ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির (Md Shami) প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan) বিরুদ্ধে প্রতিবেশীকে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সিউড়িতে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।
পুলিশ সূত্রে জানা গেছে, সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের সোনাতোড় এলাকায় হাসিনের প্রথম পক্ষের মেয়ে আরশির একটি জমি রয়েছে। প্রতিবেশী গুড্ডু বিবি তা আত্মসাৎ করার চেষ্টা করছে এই অভিযোগে দুপক্ষের মধ্যে বিবাদ বহুদিনের। দু’বছর ধরে এমন অবস্থা চলার পর গত শুক্রবার জমি মাপজোকের পর সেখানে নির্মাণ কাজ শুরু হয়। এরপরই হাসিন জাহান প্রতিবেশীকে মারধর করেন বলে অভিযোগ। আক্রান্ত মহিলাকে সিউড়ি সদর হাসপাতালে (Siuri Hospital) ভর্তি করা হয়েছে। এই বিষয়ে বাংলার বোলারের প্রাক্তন স্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রচারের আলোয় থাকতে হাসিন এমন করেন বলে কটাক্ষ সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফরজুদ্দিনের। স্থানীয়রা গণস্বাক্ষর করে ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি ভারতীয় ক্রিকেটারের প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–