আগামী সপ্তাহ থেকে জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রো 

Date:

Share post:

কলকাতা মেট্রোর (Kolkata Metro) জোকা-মাঝেরহাট রুটের (Joka-Majerhat Metro) যাত্রীদের জন্য স্বস্তির খবর। আগামী সপ্তাহের গোড়া থেকে এই রুটে আপ ও ডাউন লাইনে বেশ কয়েকটি মেট্রো বাড়তে চলেছে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, আগামী ১৪ জুলাই থেকে সংশ্লিষ্ট রুটে মোট ৭২ টি মেট্রো চলবে।।

অফিস টাইমে কলকাতা মেট্রো নিত্যযাত্রীদের কাছে অনেক বড় ভরসাযোগ্য জায়গা। কিন্তু শুরুর দিকে পার্পল লাইনে সেভাবে যাত্রী না হওয়ায় পরিষেবা এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে খানিকটা সংশয় তৈরি হয়েছিল। তবে সেসব কাটিয়ে আপাতত এই রুটে পর্যাপ্ত যাত্রী সংখ্যার কথা মাথায় রেখে আপ ও ডাউন মিলিয়ে ৬২ পরিবর্তে ৭২ টি করে মেট্রো চালানোর সিদ্ধান্ত হয়েছে। মাঝেরহাট থেকে সকাল ৭টা ৫৭মিনিটে প্রথম পরিষেবা শুরু হয়। জোকা থেকে প্রথম পরিষেবা শুরু হয় সকাল ৮টায়। সোমবার থেকে দু’দিকেই শেষ মেট্রো রাত ৮টা ১৫ মিনিটে ছাড়বে। পাশাপাশি, সংশ্লিষ্ট রুটে মেট্রো মোমিনপুর পর্যন্ত নিয়ে যেতে জট কাটিয়ে খিদিরপুর স্টেশন তৈরির কাজও শুরু হয়েছে। খিদিরপুর থেকে প্রথম ধাপে ১.৭ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ কেটে ভিক্টোরিয়া পর্যন্ত পৌঁছনো হবে। তারপর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট (Park Street Metro) পর্যন্ত অংশে যাওয়ার জন্য ৯৫০ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ কাটা হবে। এই রুট সম্পূর্ণ হলে সরাসরি পার্পল লাইনে ধর্মতলা পৌঁছে যাওয়া যাবে।

 

spot_img

Related articles

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

পোষ্য বিড়ালকে মেরে পুঁতে দেওয়া হয়েছে, সরব সুদীপা, ধুন্ধুমার কুঁদঘাটের চণ্ডীতলায়

টালিগঞ্জের (Tollygunge) চন্ডী ঘোষ রোড, এলাকার একটি বাড়িতে সারমেয়েদের এবং বিড়ালদের, আগলে রাখার ও দেখভাল করানোর নামে অকথ্য...

বদলে গেল ফাটাকেষ্টর কালীপুজোর প্রতিমা! কারণ জানলে অবাক হবেন

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়অন্ধকার কাটিয়ে আলোর উদযাপনে তৈরি বাঙালি। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই দীপাবলির আলোয় উৎসবের মেজাজে ফের...

ফের মেট্রো ভোগান্তি: সিগনাল বিভ্রাটে আংশিক বন্ধ পরিষেবা

কলকাতা মেট্রোর সবথেকে ব্যস্ত শাখা ব্লু লাইনে যাত্রী দুর্ভোগ যেন কাটছেই না। নূন্যতম পরিষেবাটুকু দিতে যে রক্ষণাবেক্ষণের প্রয়োজন,...