Tuesday, November 4, 2025

আজবকাণ্ড গুজরাটে, মোদি-রাজ্যে জন্মেও বাংলাদেশে পুশব্যাক!

Date:

আজবকাণ্ড! মোদি-রাজ্যে জন্মেও রক্ষে নেই! অপরাধ তিনি বাংলাভাষী। তাই বাংলাবিরোধী বিজেপি হাসান শাহকে পাঠিয়ে দিল সটান বাংলাদেশে (Bangladesh)। বিজেপি-রাজ্যের প্রশাসনের কথায় বাংলাদেশের চরে তাঁকে ছেড়ে দিয়ে আসে অমিত শাহের (Amit Shah) BSF।

হাসানের জন্ম মোদি-শাহের রাজ্যে। সেখানেই কর্ম ও নিবাস। কিন্তু তারপরও হাসান বাংলার আদি বাসিন্দা হওয়ায় বিজেপির রোষানলে পড়তে হয়। মে মাসে ৭৮ জনকে নৌকায় চাপিয়ে সাতক্ষীরার বঙ্গোপসাগর লাগোয়া মান্দারবাড়িয়া চরে ছেড়ে এসেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। সেই দলে ছিলেন হাসান-সহ তিন ভারতীয় নাগরিক। একজন ভারতীয় নাগরিককে কী করে বাংলাদেশে পুশব্যাক করল BSF এবং উপকূলরক্ষী বাহিনী, তা নিয়ে উঠছে প্রশ্ন। বাংলাদেশ সেই সময়ই জানায় ওই দলে তিনজন জন্মসূত্রে ভারতীয় নাগরিক রয়েছেন। তারপরও সে কথা কানে তোলেনি গুজরাট (Gujrat) সরকার।

সুরাটে একটি বস্তিতে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে থাকতেন হাসান। গুজরাট (Gujrat) পুলিশ হঠাৎ তাঁর বাড়িতে হানা দিয়ে হাত-পা বেঁধে তুলে নিয়ে যায়। কেড়ে নেওয়া হয় ভারতীয় নাগরিকত্বের যাবতীয় নথিপত্র! তারপর কয়েকদিন আটকে রেখে উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। ‘লাইফ জ্যাকেট’ পরিয়ে রাইফেল উঁচিয়ে নির্দেশ দেওয়া হয়, সমুদ্রে ঝাঁপ মেরে সাঁতরে চরে যেতে। হাসান বলেন, বাংলাদেশের উপকূলরক্ষীরা তাঁদের উদ্ধার করে। বিচারকের নির্দেশে বিচারবিভাগীয় হেফাজতে কাটান তাঁরা। হাসান জানান, তাঁর কাছে ভারতীয় সচিত্র পরিচয়পত্র, আধার এবং বিবাহের শংসাপত্র রয়েছে। গুজরাত পুলিশ বাংলায় কথা বললেই তাঁদের বাংলাদেশি বলে দেগে দিচ্ছে। এরপর বাংলার সরকার আওয়াজ তোলায় ভারতীয় নাগরিকরা ফিরতে পারছেন স্বদেশে।
আরও খবরকংগ্রেস নেতৃত্বের ইতিহাস: সিলেবাস বদলের দাবি রাজস্থানের শিক্ষামন্ত্রীর

পহেলগাম হামলার পর থেকেই বিজেপি রাজ্যগুলিতে বাঙালি খেদাও অভিযান শুরু হয়েছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। রাজ্যে রাজ্যে চলছে নিপীড়ন, বর্বর আক্রমণ।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version