সংবর্ধিত দুই কিশোর দাবাড়ু। কয়েকদিন আগেই জর্জিয়ার বাটুমিতে আন্তর্জাতিক অনুর্ধ্ব-১০ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সর্বার্থ মানি এবং ঐশিক মন্ডল। দেশের ফেরার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তরফে তাঁকে সংবর্ধনা জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। এই দুই কিশোরের পারফরম্যান্সে আপ্লুত গোটা দেশ। গর্বিত হয়েছে রাজ্য। তাদেরকেই সংবর্ধিত করল রাজ্য।
আন্তর্জাতিক অনুর্ধ্ব-১০ দাবা প্রতিযোগিতায় নেমেছিল বাংলার এই দুই কিশোর প্রতিযোগি। সেখানেই সোনা জিতেছে সর্বার্থ মানি (Sarbartha Mani)। একইসঙ্গে সেখানেই রুপো জিতেছিল ঐশিক মন্ডলও (Aishik Mondal)। তাদের এই পারফরম্যান্সে আপ্লুত গোটা বাংলা। খুশি বাংলার মুখ্যমন্ত্রীও। আগেই সোশ্যাল মিডিয়াতে তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তারা দেশে ফেরার পরই সংবর্ধিত।
সোমবার নিউ সেক্রিটারিয়েট বিল্ডিংয়ে এই দুই কিশোরের হাতে পুস্প স্তবক তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাদের জানানো হল সংবর্ধনাও।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–