মেট্রো রেল ও বন্দে ভারত এক্সপ্রেস-এর কোচ নির্মাণের লক্ষ্যে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (TRSL)-এর বর্তমান ইউনিট সম্প্রসারণে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। হুগলি জেলার কোত্রুঙ ও ভদ্রকালী মৌজায় অবস্থিত ৪০ একর জমি TRSL-কে ৯৯ বছরের লিজে হস্তান্তর করা হচ্ছে।
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি সূত্রের খবর, প্রায় ১২৬ কোটি টাকায় এই জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জমিটি TRSL-এর উত্তরপাড়ার বর্তমান ৩৪ একর কারখানার সংলগ্ন। জমি হস্তান্তরের ফলে টিটাগড়ে রেল কোচ নির্মাণে আরও গতি আসবে। শিল্পক্ষেত্রে বিনিয়োগ বাড়বে, তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। পাশাপাশি মেট্রো ও বন্দে ভারত প্রকল্পে রাজ্যের নিজস্ব প্রস্তুতিসম্পন্ন পরিকাঠামো তৈরি হবে বলে আশা করা হচ্ছে। শিল্প মহলের মতে, এই পদক্ষেপ রাজ্যকে রেল প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে সহায়ক হবে।
আরও পড়ুন- ডবল ইঞ্জিনের সরকারের বাংলা-বিদ্বেষ! তৃণমূল সভানেত্রীর সঙ্গে রাজপথে হাঁটবেন অভিষেকও
_
_
_
_
_
_
_
_
_
_
_
_