রাজ্যে বার্ধক্য ভাতা প্রদানের প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। এতদিন এই ভাতা অনুমোদনের দায়িত্বে ছিলেন সমাজকল্যাণ দফতরের অধীনস্থ কন্ট্রোলার অফ ভ্যাগ্রেন্সি। তবে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এই দায়িত্ব হস্তান্তর করা হল কলকাতা পুরসভার কমিশনার-এর হাতে। নবান্ন সূত্রে খবর, এই পরিবর্তনের ফলে ভাতা প্রদানের কাজ আরও দ্রুত, স্বচ্ছ ও দক্ষতার সঙ্গে সম্পন্ন হবে বলে আশা করছে সরকার। উপভোক্তারা যাতে দীর্ঘদিন অপেক্ষা না করে সহজেই ভাতা পেতে পারেন, সে লক্ষ্যেই এই প্রশাসনিক রদবদল।
প্রশাসনের মতে, কলকাতা পুরসভা সরাসরি নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত, তাই তাদের মাধ্যমে এই ভাতা অনুমোদন হলে সেবা প্রদান হবে আরও কার্যকর। সরকারের এক আধিকারিক জানিয়েছেন, “নতুন ব্যবস্থায় আবেদন যাচাই থেকে অনুমোদন পর্যন্ত সময় অনেকটাই কমবে। বয়স্ক নাগরিকদের আর দফতরে দফতরে ঘুরতে হবে না।” শুধু বার্ধক্য ভাতা নয়, রাজ্য শিল্পোন্নয়ন ও সামাজিক কল্যাণের ক্ষেত্রে এই পদক্ষেপের ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করছে নবান্ন। সরকারের আশা, এই পরিবর্তন সমাজের প্রান্তিক ও প্রবীণ অংশের জন্য সুরক্ষা ও সম্মানের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠবে।
আরও পড়ুন- ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাত দিয়ে সংবর্ধিত দুই দাবাড়ু
_
_
_
_
_
_
_
_
_
_
_
_