সবুজ বাঁচাও, সবুজ দেখাও: বনমোহৎসব উপলক্ষ্যে নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“সবুজ বাঁচাও, সবুজ দেখাও”
বনমোহৎসব উপলক্ষ্যে ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। এবার বনসৃজন ও পরিবেশরক্ষার সচেতনায় গান লিখলেন তিনি। সোমবার, নিজের এক্স হ্যান্ডেলে নিজের লেখা ও সুর দেওয়া রূপঙ্কর বাগচী (Ruapnkar Bagchi) গাওয়া গান (Song) পোস্ট করেন মুখ্যমন্ত্রী।

এর আগে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান উপলক্ষ্যে গান লিখে, সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজেও গেয়েছেন দুর্গাপুজোর গান। এবার বনমোহৎসব উপলক্ষ্যে গান লিখলেন ও সুর দিলেন তিনি। মমতার কথায় ও সুরে গানটি গেয়েছেন রূপঙ্কর। গানের কথা, “সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও।সবুজ ধ্বংস করো না, সৃষ্টিকে উপড়ে দিও না। ওরা তো বাঁচতে চায়, ওরাও তো হাসতে চায়। ওদের মুখে হাসি ফোটাও, নতুন যুগের আহ্বানে, নব প্রজন্মের প্রাণের টানে, নতুন চলেছে নতুনের সন্ধানে…”

গানের ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট করে মমতা (Mamata Banerjee) লেখেন, ”সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও, সকলকে জানাই বনমহোৎসবের আন্তরিক শুভেচ্ছা।”

এর আগেও বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান উপলক্ষ্যে গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেও গান লিখেন তিনি। সেই গান বাজানো হয় মন্দির উদ্বোধনের দিন ও রথযাত্রায়। এবার গাছ লাগানো ও পরিবেশ বাঁচানোর উপযোগিতা নিয়ে গান রচনা মুখ্যমন্ত্রী।
আরও খবরবাংলার গ্রামীণ শিল্পকে তুলে আনার বার্তা: BNCCI এজিএম-এ রাজ্যের আহ্বান

spot_img

Related articles

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন।...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...