ফের রাজ্যপালের দায়িত্বে বিজেপি-র এক প্রাক্তন রাজ্য সভাপতি! কোন রাজ্যে অসীম

Date:

Share post:

রাজ্যপালের পদটিকে রাজনৈতিক করে ফলছে পদ্মশিবির। একের পর এক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিদের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হচ্ছে। ফের বঙ্গ বিজেপিরই এক প্রাক্তন রাজ্য সভাপতিকে দেওয়া হচ্ছে রাজ্যপালের দায়িত্ব। ১৯৯৯ থেকে ২০০২ পর্যন্ত বঙ্গ বিজেপির দায়িত্বে থাকা অসীম ঘোষকে (Ashim Ghosh) হরিয়ানার (Haryana) রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। সোমবার, এই ঘোষণা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়র স্থলাভিষিক্ত হবেন অসীম।

১৯৯১ সালে বিজেপিতে (BJP) যোগদান করেন অসীম ঘোষ। ১৯৬৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেছেন আরএসএস ঘনিষ্ঠ এই বিজেপি নেতা। ছিলেন রাজ্য বিজেপির বুদ্ধিজীবী সেলের সদস্য। ১৯৯৬-এ বিজেপির রাজ্য সম্পাদক এবং ১৯৯৮-এ হন রাজ্য সহ-সভাপতি। বিজেপির ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির কারণে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে ১৯৯৯ সালে রাজ্য বিজেপির সভাপতি পদ ছাড়তে হয় তপন শিকদারকে। সে সময়ে প্রথমে সভাপতি হিসেবে মনোনীত করা হয় অসীমকে। কিন্তু ২০০০ সালে সাংগঠনিক নির্বাচনে প্রবীণ বিজেপি নেতা সুকুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় অসীমের। ৩৪ ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হন অসীম। সেই সময় গেরুয়া শিবিরের বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা, কর্নেল সব্যসাচী বাগচী, পরশ দত্তরা ছিলেন সুকুমার বন্দ্যোপাধ্যায়-পন্থী। আর অসীমের পক্ষে ছিলেন তপন শিকদার। শেষ পর্যন্ত আরএসএসের সমর্থন অসীমই জয়ী হন। আর জয়ী হয়েই শমীক, সুকুমার, সব্যসাচী, রাহুল, পরশদের নিজের কমিটি থেকে সরিয়ে দেন অসীম।

১৯৯৯ থেকে ২০০২ পর্যন্ত বিজেপির (BJP) রাজ্য সভাপতির দায়িত্ব পালন করে অসীম। এর ত্রিপুরার পর্যবেক্ষকের দায়িত্বভার পালন করেছিলেন। তবে, সক্রিয় রাজনীতি থেকে দূরে অসীম ঘোষকে বিজেপি চিন্তন শিবিরে ছিলেন। ২০০৪-২০০৬ পর্যন্ত বিজেপির রাষ্ট্রীয় কর্মসমিতির সদস্য ছিলেন। এবার তাঁকে রাজ্যপাল করলেন রাষ্ট্রপতি। এর আগে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথাগত রায়কেও ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়৷

এ দিন হরিয়ানা ছাড়াও গোয়ার রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের নতুন উপরাজ্যপালদের নিযুক্ত করেছেন দ্রৌপদী মুর্মু। গোয়ার নতুন রাজ্যপাল হলেন পুষাপতি অশোক গজপতি রাজু। লাদাখের উপরাজ্যপালের দায়িত্ব পেলেন বিজেপি নেতা কভিন্দর গুপ্তা।
আরও খবরএসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে শুনানি শেষ ডিভিশন বেঞ্চে, রায়দান স্থগিত

spot_img

Related articles

চলন্ত বাসে ভয়াবহ আগুন, রাজস্থানের ঘটনার পুনরাবৃত্তি অন্ধ্রপ্রদেশে! মৃত একাধিক

শুক্রবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার (Kurnul District) চিন্নাটেকুর গ্রামের কাছে বাইকের সঙ্গে যাত্রীবোঝাই বাসের সংঘর্ষে (bus accident in...

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

দীপাবলিতে বাজির নামে বিস্ফোরক! বিজেপি রাজ্য মধ্যপ্রদেশে ‘কার্বাইড গান’-এ চোখ হারাচ্ছে শিশুরা

দীপাবলির আলো এবার অন্ধকারে ঢেকে গেল বহু পরিবারের জীবনে। বাজির নামে মধ্যপ্রদেশে রমরমিয়ে বিক্রি হচ্ছে এক বিপজ্জনক বিস্ফোরক—...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...