Wednesday, August 20, 2025

মহিলা বিধায়কের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার! সুকান্তর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন লাভলি

Date:

তৃণমূলের মহিলা বিধায়কের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত কুৎসা! বিজেপি (BJP) সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) বিরুদ্ধে মামলা দায়ের করবেন লাভলি মৈত্র। তৃণমূল (TMC) বিধায়ক অরুন্ধতী ওরফে লাভলি মৈত্রের (Lovely Moitra) শিক্ষাগত যোগ্যতা নিয়ে স্যোশাল মিডিয়ায় সুকান্ত মিথ্যাচার করেন বলে অভিযোগ। নির্বাচনে দেওয়া লাভলির হলফনামায় সঠিক তথ্য দেওয়া সত্ত্বেও তাঁর বিরুদ্ধে তথ্য কারচুপির অভিযোগ তোলেন সুকান্ত। সেই বিষয়ে সোমবার সাংবাদিক বৈঠক করে তীব্র আক্রমণ করেন লাভলি।

নিজের শিক্ষাগত যোগ্যতার নথি দেখিয়ে লাভলি (Lovely Moitra) বলেন, তিনি সেন্ট পলস কলেজে স্নাতকে পড়তেন। তবে, ব্যক্তিগত পেশার কারণে সেই কোর্স শেষ করতে পারেননি। পরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। গোয়াঙ্কা কলেজ ছিল সেই কোর্সের স্টাডি সেন্টার। সেই সব তথ্যই তিনি দিয়েছিলেন তাঁর বিধায়কের হলফনামায়। কিন্তু সেই তথ্য নিয়েই আশ্চর্যজনক ভাবে কারচুপির অভিযোগ তোলেন সুকান্ত। তীব্র কটাক্ষ করে লাভলি বলেন, একজন বাঙালি মহিলা বিধায়কের সম্মানহানির চেষ্টা করছেন বিজেপি সাংসদ। তাঁর কথায় নারীবিদ্বেষী দল বিজেপি রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে।

এর পরেই মোক্ষম খোঁচা দিয়ে লাভলি বলেন, মিথ্যাচার করে বিজেপি। এমন একজন অপদার্থকে কেন্দ্রীয় সরকার তার শিক্ষা দফতরের হাফপ্যান্ট মন্ত্রী করেছে।  তিনি শিক্ষার সম্বন্ধে কিছুই জানেন না। যেভাবে তিনি পাবলিক ফোরামে এসে একজন মহিলা বিধায়কের নামে কিছু না জেনে বদনাম করলেন তার জন্য আমি ওঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। গোটা রাজ্যে যেভাবে বিজেপি দেউলিয়া হয়ে গিয়েছে, ওনার পদ চলে গিয়েছে সেই হতাশা থেকে তিনি এই মিথ্যাচার করছেন। কারচুপি করা ওনাদের স্বভাব। ওনারা ইভিএমেও কারচুপি করেছে সেটা আমরা দেখেছি।  উনি যেভাবে আমাকে অপমান করেছে তার জন্য আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলে ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব খুব শীঘ্রই।
আরও খবরদিল্লির জয় হিন্দ কলোনির বাঙালিদের হেনস্থার প্রতিবাদে একদিনের প্রতীকী ধর্নায় তৃণমূল

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version