জাতীয় গড়ের থেকে এগিয়ে বাংলা: সাফল্যের জন্য অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলা উন্নয়নে দেশে মডেল। দেশকে পথ দেখায় বাংলায়। বিভিন্ন সামাজিক প্রকল্পে সেরার সেরা স্বীকৃতি এসেছে কেন্দ্রের তরফে। এবার নীতি আয়োগ বাধ্য হয়েছে বাংলার সেই সাফল্য মেনে নিতে। নীতি আয়োগের সামারি রিপোর্টে উঠে এসেছে বেকারত্ব দূরীকরণ নিয়ে বাংলার প্রভূত সাফল্যের কথা। উঠে এসেছে স্বাস্থ্যখাতে বাংলার উন্নয়নের সাফল্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাফল্যের কথা তুলে ধরে এক্সে বার্তা দিলেন। অভিনন্দন জানালেন এই সাফল্যের কারিগরদের।

মুখ্যমন্ত্রী এক্সে লেখেন, নীতি আয়োগ আনুষ্ঠানিকভাবে বাংলার গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক সূচকগুলিতে, বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলার পারফরম্যান্সকে স্বীকৃতি দিয়েছে। এই মর্মে তিনি তুলে ধরেন বাংলার সাফল্যের খতিয়ান। তিনি লেখেন, ২০২২-২৩ সালে রাজ্যের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র ২.২ শতাংশ, যা জাতীয় গড় ৩.২ শতাংশের থেকে ৩০ শতাংশ কম।

এই রিপোর্টে আরও বেশ কয়েকটি ক্ষেত্রে বাংলার ইতিবাচক অবস্থান তুলে করে তিনি লেখেন, বাংলায় সাক্ষরতার হার (৭৬.৩ শতাংশ) জাতীয় গড়ের (৭৩ শতাংশ) থেকে বেশি। জাতীয় গড়ের তুলনায় দশম ও দ্বাদশ শ্রেণিতে স্কুলছুটের হারও অনেক কম এবং পাসের হার বেশি। আয়ুষ্কালও জাতীয় গড়ের থেকে বাংলায় (৭২.৩ বছর) বেশি। পুরুষ-মহিলার অনুপাতও উল্লেখযোগ্যভাবে ভালো। প্রতি ১০০০ পুরুষের মধ্যে ৯৭৩ জন কন্যার জন্ম—জাতীয় গড়ের ৮৮৯-এর থেকে বেশি বাংলায়। বাংলা শিশু মৃত্যুর হার প্রতি ১০০০ জীবিত জন্মের মধ্যে ১৯ জন এবং প্রতি মহিলার মধ্যে ১.৬ শিশু। উভয়ই জাতীয় গড়ের চেয়ে ভালো

জীবনযাত্রার মানেও ধারাবাহিক উন্নতির কথা উল্লেখ করা হয়েছে। জাতীয় গড়ের তুলনায় বাংলায় পানীয় জলের সংযোগ বেশি। বাংলার উন্নয়নকেই প্রতিফলিত করে নীতি আয়োগের রিপোর্টে। মুখ্যমন্ত্রী লেখেন, যারা এই সাফল্য বাস্তবায়নে অবদান রেখেছেন, তাদের সকলকে আমার অভিনন্দন।

আরও পড়ুন – মন্ত্রিসভার বৈঠকে হঠাৎ অসুস্থ মৎস্য মন্ত্রী, তৎক্ষণাৎ ভর্তি এসএসকেএম-এ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার: ফলাফল প্রকাশ ৩১ অক্টোবর

পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের (semester) ফলাফল। আগামী ৩১ অক্টোবর...

দুর্গাপুরের নির্যাতিতা সনাক্ত করলেন অভিযুক্তকে: অনুপস্থিত সহপাঠী!

মহিলাদের প্রতি অসম্মান বা ধর্ষণের মতো ঘটনায় বাংলার পুলিশ প্রশাসন দ্রুততার সঙ্গে তদন্ত করা থেকে নির্যাতিতাকে বিচার পাইয়ে...

রাজ্যের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা: খতিয়ে দেখতে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

আরজিকরের ঘটনার পরে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমূল পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য সরকার। পরিকাঠামোগত ব্যবস্থা থেকে সাধারণ নিরাপত্তা...

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু...