Saturday, November 15, 2025

ভোটার সমীক্ষায় এগিয়ে বিরোধীরা, বিহারে চাপে বিজেপি

Date:

Share post:

আদৌ কতটা যুক্তি সঙ্গত নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেন্সিভ রিভিউ (SIR) তা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ দেশের শীর্ষ আদালত। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে দেশের সব বিরোধী দল একজোট হয়ে প্রতিবাদ করেছে বিহারে এসআইআর-এর। তা নিয়ে সাধারণ মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে অনেক দিনই সক্ষম হয়েছে বিরোধী দলগুলি। ফলে আদৌ নির্বাচন কমিশনের (ECI) পক্ষে বলার কেউ নেই বিহারে। এতদিনে সেই কথা বুঝতে পেরে এবার তড়ি ঘড়ি মাঠে নামা শুরু বিজেপি কর্মকর্তাদের। আদতে বিহারে নির্বাচনের (Bihar Assembly Election) প্রাথমিক লড়াইতে বিজেপি জোটকে (NDA) পিছনে ফেলে যে এগিয়ে গিয়েছে বিরোধীরা, তা তড়িঘড়ি কর্মী-নেতাদের উদ্দেশ্যে দেওয়া নির্দেশেই প্রমাণিত।

বিহারে যে প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে, তাতে প্রমাণিত তারা বেছে বেছে তালিকা থেকে নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই বিজেপির চক্রান্তে কাজ করছে নির্বাচন কমিশন। আর সেই বার্তা বিরোধী সব দলই বিহার নির্বাচনের আগে দলীয় ইস্য়ু হিসাবে খাড়া করেছে। তারা সাধারণ মানুষের কাছে পৌঁছে এসআইআর নিয়ে সতর্ক করেছে। সেই সঙ্গে নিজেদের বুথস্তরের বিএলএ (BLA) নির্বাচন করে তালিকা সংশোধনের কাজ করেছে। নিজেদের তরফ থেকে কমিশনের উপর নির্ভর না করে পরিবর্তিত ও পরিবর্ধিত ভোটার তালিকা (voter list) তৈরির কাজ চালিয়েছে এই কয়েক মাস ধরে।

অথচ এই পরিস্থিতিতে বিহারের বিজেপি কর্মীরা রীতিমত অন্ধকারে। একাংশের নেতাদের দাবি, বিহারে (Bihar) হঠাৎ এসআইআর (SIR) শুরু করে দেওয়া সম্পর্কে কোনও ধারণাই ছিল না জেলা স্তরের নেতাদের। আর ততদিনে বিরোধীরা তালিকা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। ফলে দেরিতে হলেও মাঠে নামার প্রস্তুতি বিহার বিজেপির। রবিবার ২৬ জেলার বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করে শীর্ষ নেতৃত্ব। তাঁদের দায়িত্ব দেওয়া হয় জেলায় জেলায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিরোধীদের দাবির উল্টো বোঝাতে।

আরও পড়ুন: ভারতীয় সময় ৩.০১ মিনিটে পৃথিবী ছুঁল অ্যাক্সিয়ম-ফোর, ফিরলেন শুভাংশুরা

নির্বাচন কমিশনের দাবি এপর্যন্ত বিহারের ৭.৮৯ কোটি বাসিন্দার মধ্যে ৬.৬ কোটি বাসিন্দা এই ফর্ম ফিলাপ করেছে। কিন্তু আসল গল্প সেই ফর্মেই। দেখা গেছে ফর্মে ৭০ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রে কোনও বাসস্থানের প্রামাণ্য নথি ছাড়া জমা হয়েছে। কমিশন যে ১১টি বস্তুকে বাসস্থানের নথি হিসাবে উল্লেখ করে দিয়েছিল, তা দিতে পারেননি অথবা দেননি। এবার বিরোধীদের এই নথি নিয়ে প্রশ্ন তোলায় একটা বড় অংশের মানুষ এই পদক্ষেপ নিয়েছে কি না, তা নিয়েও রয়েছে প্রশ্ন। তবে তা যদি হয়, কমিশনের সমর্থনে প্রচারে কার্যত বিহারে পিছিয়ে বিজেপি ও তাদের জোটসঙ্গীরা।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...