Thursday, August 21, 2025

বাংলাভাষীরা কবে রোহিঙ্গা হল! বাংলাভাষীদের উপর আক্রমণ নিয়ে প্রশ্ন ক্ষুব্ধ মমতার

Date:

আমি মানুষে মানুষে ভেদাভেদ করি না। আমার পদবী আমার মনুষত্ব আমি ফাইলে আমার পদবী লিখি না। বৃহস্পতিবার, নিউটাউনে আবাসন প্রকল্পের উদ্বোধনের মঞ্চ থেকে বিজেপির (BJP) ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে ভোটার তালিকা থেকে বেছে বেছে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী।

এদিন বাংলা ভাষার মাহাত্ম্য উল্লেখ করে মমতা বলেন, আমি সব ভাষাকে সম্মান করি। কিন্তু আজকে একটা নোটিফিকেশন (Notification) করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের রিপোর্ট করে দাও। ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম।

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কথায়, “আমি গুজরাটি, মারাঠি সব বলতে পারি। আমাদের এখানে ভিনরাজ্যে যাঁদের নিয়ে যাওয়া হয়, তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত। তাঁদের ছাড়া কাজ হবে না বলেই এখান থেকে লোক নিয়ে যায়, দয়া করে নয়। দেড় কোটি মানুষ ভিন রাজ্য থেকে সেখানে কাজ করে। এখানে রোহিঙ্গা কোথা থেকে আসল! ওরা তো মায়ানমারের। ওরা বাংলা কীভাবে জানবে? যারা এসব কথা বলছেন তারা কী একবারও বুঝবেন না? আমরা তো কখনও বলি না তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললে বাংলাদেশী হয়ে গেল! যারা আগে বাংলায় জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, তাদের অভ্যাস হয়ে গেছে আগেকার বাংলায় কথা বলার তার মানে তারা বাংলাদেশী নয় তারা পুরোপুরি ভারতীয়।

এর পরে, ভোটার তালিকা থেকে নাম বাদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কে তোমরা হরিদাস পাল যে ১৭ লাখ মানুষের নাম বাদ দিয়ে দেবে! তারা বাংলার ভোটার। সে কোন ধর্ম, কোন জাতি, তার নাম কাটার অধিকার তোমাদের কে দিয়েছে! রাজনীতি করতে হলে প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে। সরকার চালাতে গেলে মাথাটাকে নড়াচড়া করাতে হবে। মগজকে মরুভূমি করলে হবে না। মগজকে মুক্ত আকাশে খুলে দিতে হবে।“
আরও খবর: বিজেপির ‘উত্তরকন্যা অভিযান’-এ শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

Related articles

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...
Exit mobile version