Thursday, November 13, 2025

বাংলাভাষীরা কবে রোহিঙ্গা হল! বাংলাভাষীদের উপর আক্রমণ নিয়ে প্রশ্ন ক্ষুব্ধ মমতার

Date:

আমি মানুষে মানুষে ভেদাভেদ করি না। আমার পদবী আমার মনুষত্ব আমি ফাইলে আমার পদবী লিখি না। বৃহস্পতিবার, নিউটাউনে আবাসন প্রকল্পের উদ্বোধনের মঞ্চ থেকে বিজেপির (BJP) ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে ভোটার তালিকা থেকে বেছে বেছে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী।

এদিন বাংলা ভাষার মাহাত্ম্য উল্লেখ করে মমতা বলেন, আমি সব ভাষাকে সম্মান করি। কিন্তু আজকে একটা নোটিফিকেশন (Notification) করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের রিপোর্ট করে দাও। ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম।

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কথায়, “আমি গুজরাটি, মারাঠি সব বলতে পারি। আমাদের এখানে ভিনরাজ্যে যাঁদের নিয়ে যাওয়া হয়, তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত। তাঁদের ছাড়া কাজ হবে না বলেই এখান থেকে লোক নিয়ে যায়, দয়া করে নয়। দেড় কোটি মানুষ ভিন রাজ্য থেকে সেখানে কাজ করে। এখানে রোহিঙ্গা কোথা থেকে আসল! ওরা তো মায়ানমারের। ওরা বাংলা কীভাবে জানবে? যারা এসব কথা বলছেন তারা কী একবারও বুঝবেন না? আমরা তো কখনও বলি না তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললে বাংলাদেশী হয়ে গেল! যারা আগে বাংলায় জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, তাদের অভ্যাস হয়ে গেছে আগেকার বাংলায় কথা বলার তার মানে তারা বাংলাদেশী নয় তারা পুরোপুরি ভারতীয়।

এর পরে, ভোটার তালিকা থেকে নাম বাদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কে তোমরা হরিদাস পাল যে ১৭ লাখ মানুষের নাম বাদ দিয়ে দেবে! তারা বাংলার ভোটার। সে কোন ধর্ম, কোন জাতি, তার নাম কাটার অধিকার তোমাদের কে দিয়েছে! রাজনীতি করতে হলে প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে। সরকার চালাতে গেলে মাথাটাকে নড়াচড়া করাতে হবে। মগজকে মরুভূমি করলে হবে না। মগজকে মুক্ত আকাশে খুলে দিতে হবে।“
আরও খবর: বিজেপির ‘উত্তরকন্যা অভিযান’-এ শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version