বাংলার স্বাস্থ্য ব্যবস্থা গোটা দেশকে পথ দেখাচ্ছে। তাই অগুনতি প্রবাসী-বাঙালি চিকিৎসক বাংলায় এসে স্বাস্থ্য পরিকাঠামোর আরও উন্নতি সাধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে চান। বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে বিভিন্ন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সঙ্গে স্বাস্থ্য আধিকারিকদের বৈঠকে এমনটাই জানালেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির সদস্য বিধায়ক সুপ্তি পাণ্ডে।

হাসপাতালগুলির উন্নতি সাধনে পরিকল্পনা সম্পর্কেই এদিনের বৈঠকে আলোচনা হয়। কী করলে আগামীতে পরিষেবা আরও উন্নত হবে, তা এদিন স্বাস্থ্যকর্তাদের জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির সদস্যরা। এনআরএস-এর রোগী কল্যাণ সমিতির সদস্য তথা বিধায়ক সুপ্তি পাণ্ডে জানিয়েছেন, অনেক প্রথিতযশা চিকিৎসক নীলরতন সরকার মেডিক্যাল কলেজে যোগ দিতে চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার স্বাস্থ্য-পরিষেবায় যোগ দিতে চেয়ে অনেকেই আমায় চিঠি দিয়েছেন। আমি নামগুলো স্বাস্থ্যভবনে জানিয়েছি। এঁরা যোগ দিলে পরিষেবা আরও উন্নত হবে।

আরও পড়ুন – স্বীকৃতি চেয়ে স্বামীর বাড়ির সামনে ধর্নায় যুবতী, চাঞ্চল্য শান্তিপুরে

_

_

_

_

_

_

_

_
_
_
_
_