Wednesday, August 20, 2025

রাজ্যের সব রাস্তা ২ সপ্তাহের মধ্যে মেরামতের নির্দেশ হাই কোর্টের, না মানলে স্বতঃপ্রণোদিত মামলা

Date:

রাজ্যের সমস্ত রাস্তা দু’ সপ্তাহের মধ্যে মেরামতের নির্দেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। বৃহস্পতিবার রাজ্যের সমস্ত রাস্তার বেহাল দশা নিয়ে একটি জনস্বার্থ মামলার (PIL) শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে। ওই মামলায় এহেন নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

রাজ্যের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল (Senior Standing Council) শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়েছে যেন এই আদেশ অবিলম্বে রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ মানা না হলে আদালত স্বতঃপ্রণোদিত (Suo Moto)ভাবে পদক্ষেপ গ্রহণ করবে এবং রাজ্যের প্রতিটি কর্তৃপক্ষ যেমন জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত সহ সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করা হবে। আদালতের পর্যবেক্ষণ, রাস্তার খারাপ অবস্থার জন্য সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন।

আদালতের (Calcutta High Court) মন্তব্য, ‘রাজ্যের মানুষ যাতে স্বস্তি পান, সেই দায়িত্ব প্রশাসনের। কোনো আর্থিক সংকটের অজুহাত এই ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়।’ তাই, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা দায়িত্ব নিয়ে আদালতের নির্দেশ দ্রুত কার্যকর করবেন বলে আশা প্রকাশ করেছে ডিভিশন বেঞ্চ।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version