Wednesday, August 20, 2025

চন্দননগরের শিশু নিখোঁজ-কাণ্ডে রুশ মা দেশ ছাড়তে না পারে: কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

বাঙালি বাবা আর রুশ মায়ের নিখোঁজ শিশুকে অবিলম্বে খুঁজে বার করে তাঁর বাবার হাতে তুলে দিন। দিল্লির (Delhi) পুলিশ কমিশনারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের (Supreme Court)। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রককে নির্দেশ, শিশুটির মা রুশ নাগরিক ভিক্টোরিয়া ঝিগালিনার বিরুদ্ধে লুক আউট নোটিশ (Look-Out Notice) জারি করতে হবে। কোনও ভাবেই তাঁকে দেশ ছেড়ে পালাতে দেওয়া যাবে না। শুক্রবার দুপুরে আবার এই মামলার শুনানি হবে।

স্ত্রীর বিরুদ্ধে রাশিয়ার (Russia) গুপ্তচর হওয়ার অভিযোগ তুলে মামলা করেন চন্দননগরের যুবক সৈকত বসু। অভিযোগ, স্ত্রী ভিক্টোরিয়া জিগালিনা রাশিয়ার এফএসবি-র (FSB) প্রাক্তন অফিসারের মেয়ে। বিয়ের পর ভারতেই ছদ্মবেশে বসবাস করছিলেন তিনি। বর্তমানে সন্তানকে নিয়ে নিখোঁজ সেই ভিক্টোরিয়া। অভিযোগ, পাড়ি দিয়েছেন রাশিয়ায়।

পেশাগত কারণে চিনে দীর্ঘদিন ছিলেন সৈকত বসু। সেখানেই আলাপ ও প্রেম ভিক্টোরিয়ার সঙ্গে। পরে বিয়ে। দেশে ফিরে আসার পর বসু পরিবার জানতে পারে, ভিক্টোরিয়ার বাবার সঙ্গে রাশিয়ার গুপ্তচর সংস্থার সংযোগ ছিল। ধীরে ধীরে সন্দেহ দানা বাঁধে, ভিক্টোরিয়াও সেই সংস্থার সঙ্গে জড়িত।

সৈকতের দাবি, বিয়ের পর থেকেই ফোর্ট উইলিয়ামে যাওয়ার জন্য তাঁকে চাপ দিতেন স্ত্রী। কিন্তু সৈকতের বাবা, প্রাক্তন নৌসেনা অফিসার সমীর বসু সেই প্রস্তাব মেনে নিতে চাননি। এরপর থেকেই সম্পর্কের অবনতি হতে থাকে। সন্তানকে নিজের হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে যান ভিক্টোরিয়া। কিন্তু মামলার রায়ের আগেই তিনি সন্তানকে নিয়ে উধাও হয়ে যান।

বসু পরিবারের আশঙ্কা, ইতিমধ্যেই রাশিয়ায় পৌঁছে গিয়েছেন ভিক্টোরিয়া। সন্তানকে ফিরে পেতে সুপ্রিম কোর্টে আবেদন করেন সৈকত। তাঁর আবেদন, সরকারের হস্তক্ষেপে যেন দ্রুত সন্তানকে ফেরানো হয়। সেই মামলার শুনানিতে এদিন শীর্ষ আদালত (Supreme Court)  নিখোঁজ শিশুকে অবিলম্বে খুঁজে বার করে তাঁর বাবার হাতে তুলে দেওয়া নির্দেশ দেয় দিল্লির পুলিশ কমিশনারকে। একই সঙ্গে রুশ নাগরিক ভিক্টোরিয়া ঝিগালিনার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করতে হবে। কোনও ভাবেই তাঁকে দেশ ছেড়ে পালাতে দেওয়া যাবে না সে দিকে নজর দিতে বলেছে সুপ্রিম কোর্ট।
আরও খবরশুটিং সেরে ফেরার পথে যাদবপুরে হেনস্থার শিকার টলিউড অভিনেত্রী!

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version