Friday, December 5, 2025

খড়গপুর IIT-তে পড়ুয়ার রহস্যমৃত্যু! হস্টেলের ঘরে ঝুলন্ত দেহ

Date:

Share post:

খড়গপুর আইআইটিতে (The Indian Institute of Technology Kharagpur) ফের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! শুক্রবার খড়গপুর আইআইটির (Kharagpur IIT) রাজেন্দ্র প্রসাদ (আরপি) হস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক ৪র্থ বর্ষের ছাত্রের দেহ। মৃত ছাত্রের নাম রীতম মণ্ডল (২১)। রীতম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। পুলিশ ও আইআইটি সূত্রে জানা গিয়েছে, হস্টেলের ২০৩ নম্বর ঘরে থাকতেন রীতম। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ আইআইটি কর্তৃপক্ষ প্রথম ওই ছাত্রের ঝুলন্ত দেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে হিজলি পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও আইআইটির নিরাপত্তারক্ষীরা। দ্রুত তাঁকে উদ্ধার করে খড়গপুরের বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাটিকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। কী কারণে এই মর্মান্তিক মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলেই মনে করছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, “ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার আশঙ্কা করা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি-সহ সম্পন্ন হবে।” আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ ছাত্রের পরিবারকে খবর দিয়েছে। পাশাপাশি এই মৃত্যুর পেছনে মানসিক চাপ বা অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন : সিতাইয়ে নিজের বাড়িতে গুলিবিদ্ধ যুবক, চাঞ্চল্য এলাকায় 

spot_img

Related articles

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...