খড়গপুর IIT-তে পড়ুয়ার রহস্যমৃত্যু! হস্টেলের ঘরে ঝুলন্ত দেহ

Date:

Share post:

খড়গপুর আইআইটিতে (The Indian Institute of Technology Kharagpur) ফের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! শুক্রবার খড়গপুর আইআইটির (Kharagpur IIT) রাজেন্দ্র প্রসাদ (আরপি) হস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক ৪র্থ বর্ষের ছাত্রের দেহ। মৃত ছাত্রের নাম রীতম মণ্ডল (২১)। রীতম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। পুলিশ ও আইআইটি সূত্রে জানা গিয়েছে, হস্টেলের ২০৩ নম্বর ঘরে থাকতেন রীতম। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ আইআইটি কর্তৃপক্ষ প্রথম ওই ছাত্রের ঝুলন্ত দেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে হিজলি পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও আইআইটির নিরাপত্তারক্ষীরা। দ্রুত তাঁকে উদ্ধার করে খড়গপুরের বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাটিকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। কী কারণে এই মর্মান্তিক মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলেই মনে করছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, “ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার আশঙ্কা করা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি-সহ সম্পন্ন হবে।” আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ ছাত্রের পরিবারকে খবর দিয়েছে। পাশাপাশি এই মৃত্যুর পেছনে মানসিক চাপ বা অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন : সিতাইয়ে নিজের বাড়িতে গুলিবিদ্ধ যুবক, চাঞ্চল্য এলাকায় 

spot_img

Related articles

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

পুজোয় নিরাপত্তায় বাড়তি নজর, শহরজুড়ে লালবাজারের কড়া প্রস্তুতি

দুর্গোৎসবকে ঘিরে কলকাতার রাস্তায় ভিড় সামলাতে ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নিয়েছে লালবাজার। ইতিমধ্যেই শহরের বিভিন্ন...

পঞ্চমীতেই ভিড়ের ঢল, টক্কর উত্তরে–দক্ষিণে 

কলকাতার পথে নেমেছে জনসমুদ্র। পঞ্চমীর সন্ধ্যাতেই শুরু হয়েছে মহা ভিড়ের চিত্র। উত্তরে টালা প্রত্যয়, টালা বারোয়ারি, হাতিবাগান নবীন...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...