Thursday, January 15, 2026

খড়গপুর IIT-তে পড়ুয়ার রহস্যমৃত্যু! হস্টেলের ঘরে ঝুলন্ত দেহ

Date:

Share post:

খড়গপুর আইআইটিতে (The Indian Institute of Technology Kharagpur) ফের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! শুক্রবার খড়গপুর আইআইটির (Kharagpur IIT) রাজেন্দ্র প্রসাদ (আরপি) হস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক ৪র্থ বর্ষের ছাত্রের দেহ। মৃত ছাত্রের নাম রীতম মণ্ডল (২১)। রীতম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। পুলিশ ও আইআইটি সূত্রে জানা গিয়েছে, হস্টেলের ২০৩ নম্বর ঘরে থাকতেন রীতম। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ আইআইটি কর্তৃপক্ষ প্রথম ওই ছাত্রের ঝুলন্ত দেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে হিজলি পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও আইআইটির নিরাপত্তারক্ষীরা। দ্রুত তাঁকে উদ্ধার করে খড়গপুরের বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাটিকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। কী কারণে এই মর্মান্তিক মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলেই মনে করছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, “ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার আশঙ্কা করা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি-সহ সম্পন্ন হবে।” আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ ছাত্রের পরিবারকে খবর দিয়েছে। পাশাপাশি এই মৃত্যুর পেছনে মানসিক চাপ বা অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন : সিতাইয়ে নিজের বাড়িতে গুলিবিদ্ধ যুবক, চাঞ্চল্য এলাকায় 

spot_img

Related articles

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...

ইতিহাস গড়ল গঙ্গাসাগর! পুণ্যস্নানে ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী 

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’-এর টানেই আধ্যাত্মিকতা, বিশ্বাস ও বিপুল জনসমাগমের এক অনন্য মহামিলনে পরিণত হল গঙ্গাসাগর মেলা...

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই...

নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ 

২০১৬-র শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। যার জেরে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের...