Thursday, November 6, 2025

চিকিৎসা-শিক্ষা ছেলেখেলা! মধ্যপ্রদেশে হিন্দিতে ডাক্তারি পড়ার পড়ুয়াই নেই

Date:

গোবলয় তথা গোটা দেশে হিন্দি প্রতিষ্ঠা করতে তৎপর কেন্দ্রের বিজেপি ও তার সহযোগী বিজেপি শাসিত রাজ্যগুলি। গোটা দেশে হিন্দি বাধ্যতামূলক করতে উঠে পড়ে লেগেছে বিজেপি। আর সেই লক্ষ্যে প্রথমে ধাক্কা মধ্যপ্রদেশে (Madhyapradesh)। নতুন শিক্ষানীতি অনুযায়ী ডাক্তারি পড়ুয়াদের শিক্ষায় হিন্দি ভাষায় (Hindi language) পড়ার যে পরিকল্পনা নিয়েছিল মধ্যপ্রদেশের বিজেপি সরকার, সেই পরিকল্পনা প্রথমেই হোঁচট খেল। হিন্দিতে ডাক্তারি পড়তে (medical studies) আগ্রহ দেখালো না চিকিৎসক পড়ুয়ারা।

প্রায় ১০ কোটি টাকা খরচ করে চিকিৎসার পড়াশোনার জন্য হিন্দি ভাষায় পড়ার ব্যবস্থা করেছিল মধ্যপ্রদেশের বিজেপি সরকার ২০২২ সালে সেই হিন্দি ভাষার (Hindi language) পাঠক্রম শুরু হলেও সেখানে কোন চিকিৎসা পড়ুয়া (medical student) নাম নথিভুক্ত করেননি।

সরকারিভাবে কত পড়ুয়া হিন্দিতে এমবিবিএস (MBBS) পড়ছেন, তার কোনও তথ্যই প্রকাশ করা হয়নি। কারণ আদতে প্রকাশ করার মতো কোনও সংখ্যাই মধ্যপ্রদেশের (Madhyapradesh) খাতায় নেই। রাজ্যের গান্ধী মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজেও হিন্দিতে পড়ুয়া পাওয়া দায়।

অথচ কেন্দ্রের নতুন শিক্ষানীতি (NEP) চালু হওয়ার পর প্রথম মধ্যপ্রদেশই এমন রাজ্য যেখানে হিন্দিতে ডাক্তারি করার ব্যবস্থা হয়। তার জন্য সব ইংরেজি মেডিকেলের বই অনুবাদ (translate) করা হয় হিন্দিতে। যদিও মেডিকেলের ইংরেজি টার্ম গুলি স্বভাবতই অনুবাদ করতে পারা যায়নি। খরচ হয় ১০ কোটির টাকার কাছাকাছি।

আরও পড়ুন: বাংলায় এসে বাঙালিদের অসম্মানে নীরব মোদি! ডিটেনশন ক্যাম্পে যাবেন, প্রশ্ন তৃণমূলের

চিকিৎসার পাঠক্রমের সেমিস্টার সিস্টেমে হিন্দিতে পড়া এবং পরীক্ষা দেওয়ার সুবিধা রেখেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সেমিস্টার পরীক্ষার আগে ফর্ম ফিলাপের সময় দেখা যাচ্ছে কোনও চিকিৎসা পড়ুয়া হিন্দি ভাষায় পড়ার জন্য ফর্ম ফিলাপ করেননি। এরপর লোভ দেখাতে ৫০ শতাংশ ইন্সেন্টিভ-এর ঘোষণাও করে মধ্যপ্রদেশ সরকার। তাতেও কাজ হয়নি। ফলে ১০ কোটি টাকা দিয়ে কেন্দ্রের ধুঁয়ো ধরে যে হিন্দি প্রচার ব্যবস্থা প্রচলন করার চেষ্টা চালাচ্ছে বিজেপির তা যে আদতে শিক্ষাব্যবস্থার গতিরোধ করে তা-ই প্রমাণিত মধ্যপ্রদেশে।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version