Thursday, December 4, 2025

মোদি সরকারের বিরোধিতার রণকৌশল সাজাতে আজ I.N.D.I.A-র ভার্চুয়াল বৈঠকে অভিষেক

Date:

Share post:

বিজেপি (BJP) শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধনের মতো একের পর এক ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসকে(TMC)। এবার সেই সবকিছুকে হাতিয়ার করে সংসদের বাদল অধিবেশনের রণকৌশল সাজাতে শনিবার I.N.D.I.A-র ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে নানাভাবে টার্গেট করেছে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Govt)। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বলে এসেছে নড়বড়ে এনডিএ সরকারের মেয়াদ খুব বেশি দিনের নয়। এবার সংসদের বাদল অধিবেশনে মোদি – শাহদের বিরুদ্ধে আক্রমণ তীব্র করতে একজোট হয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে I.N.D.I.A। প্রথমে দিল্লিতে বৈঠক হওয়ার কথা ঠিক হলেও পরবর্তীতে বোঝা যায় যে সব দলের নেতাদের পক্ষে এত কম সময়ের মধ্যে রাজধানীতে পৌঁছনো সম্ভব নাও হতে পারে। তাই ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশনের (SIR) নামে প্রচুর ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে প্রথম সরব হন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। এই পরিস্থিতিতে শনিবারের বৈঠকে এই ইস্যুগুলি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। কমিশনকে সামনে রেখে বিজেপির এই গণতন্ত্রবিরোধী ঘৃণ্য ষড়যন্ত্র রুখতে পরবর্তী পদক্ষেপ কী হবে, বৈঠকে একজোট হয়ে সেই সিদ্ধান্ত নেবে জোট।

পাশাপাশি, পহেলগাম হামলা ও অপারেশন সিন্দুরের পরে বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছিল বিরোধীরা। কিন্তু সেই দাবিকে আমল না দিয়ে বাদল অধিবেশন ডেকে দেয় কেন্দ্র। এই পরিস্থিতিতে সংসদের বাদল অধিবেশনে রণকৌশল এই বৈঠকে স্থির হতে পারে। অভিষেক ছাড়াও শনিবার জোটের বৈঠকে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, আরজেডির তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, শিবসেনা উদ্ধব গোষ্ঠীর উদ্ধব ঠাকরে, ডিএমকের এম কে স্ট্যালিন থাকবেন বলে জানা গেছে। বৈঠকে যোগ দেওয়ার কথা বামদলগুলির শীর্ষ নেতৃত্বের। তবে আম আদমি পার্টি (AAP) বৈঠকে থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

 

spot_img

Related articles

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...

ফেডারেশনের অভিনব উদ্যোগ! টলিউডের শিল্পী-কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় কাউন্সেলিং

সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) উদ্যোগে অভিনব উদ্যোগ নিল ফেডারেশন। টলিউডের শিল্পী-কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় ফেডারেশনের অফিসে মাসে...