Monday, November 10, 2025

ইংল্যান্ডের মাটিতে নতুন ইতিহাসের মালিক ১৪ বর্ষীয় বৈভব সূর্যবংশী

Date:

ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশী। তিনি মাঠে নামলেই যেন এখন রেকর্ডের ছড়াছড়ি। ইংল্যান্ডের মাটিতে ফের একটা ইতিহাস তৈরি করলেন এই কিশোর ক্রিকেটার। তাও মাত্র ১৪ বছর বয়সে। ভেঙে দিলেন সুরেশ রায়না থেকে মেহেদি হাসান মিরাজদের সমস্ত রেকর্ড। অনুর্ধ্ব-১৯ টেস্টে সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসাবে এক ম্যাচ অর্ধশতরান ও উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

ভারতীয় সিনিয়র দলের পাশাপাশি জুনিয়র দলও এই মুহূর্তে রয়েছে ইংল্যান্ডে। ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধেই টেস্ট সিরিজে নেমেছে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। সেখানেও দুরন্ত ফর্মে রয়েছেন বৈভব সূর্যবংশী। প্রথম ইনিংসে ব্যাটে বড় রান না পেলেও, দ্বিতীয় ইনিংসেই সূর্যবংশীর ব্যাট থেকে এসেছে অর্ধশতরান। আর তাতেই এক নতুন ইতিহাস লিখেছেন ১৪ বর্ষীয় এই কিশোর ক্রিকেটার।

ইউথ টেস্টের মঞ্চে এক ম্যাচেই অর্ধশতরান এবং উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন তিনি। সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসাবেই এই রেকর্ড গড়েছেন তিনি। এই ম্যাচের প্রথম ইনিংসে অবশ্য বড় রান করতে পারেনি সূর্যবংশী। ১৪ রানে সাজঘরে ফরতে হয়েছিল তাঁকে। তবে প্রথম ইনিংসে দুটো উইকেট তুলে নিয়েছিলেন বৈভব সূর্যবংশী। তবে দ্বিতীয় ইনিংসেই ফর্মে ফেরেন এই কিশোর ক্রিকেটার।

দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন বৈভব সূর্যবংশী। তাঁর আগে এই রেকর্ড ছিল বাংলাদেশের মেহেদি হাসান মিরাজের। তিনি এই পারফরম্যান্স দেখিয়েছিলেন ১৫ বছরে ১৬৭ দিনে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এর আগে ভারতীয় হিসাবে এই রেকর্ড গড়েছিলেন সুরেশ রায়না। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০২ সালে ১৫ বঠর ২৪২ দিন বয়সে এই রেকর্ড করেছিলেন রায়না।

তবে এখন সেই সমস্ত রেকর্ডই অতীত। কারণ মাত্র ১৪ বছর বয়সেই বৈভব সূর্যবংশী নতুন ইতিহাসের মালিক। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও ওডিআইতেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বৈভব। এবার টেস্টের মঞ্চেও সেই একই ধারা অব্যহত।

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version