Wednesday, November 5, 2025

মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৩ কোটির জালিয়াতি! গ্রেফতার মুখোপাধ্যায় দম্পতি

Date:

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে(Texas) ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতির বিরুদ্ধে প্রায় ৪ মিলিয়ন ডলার (আনুমানিক প্রায় ৩৩ কোটি টাকা) প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ, সিদ্ধার্থ ওরফে ‘স্যামি’ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী সুনীতা মুখোপাধ্যায় ভুয়ো রিয়েল এস্টেট বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে শতাধিক মানুষকে প্রতারণা করেছেন।

জানা গিয়েছে, টেক্সাসের প্লানো শহরে বাসিন্দা এই ভারতীয়-আমেরিকান(Indo-American) দম্পতি সেখানকার ভারতীয় সমাজে একসময় পরিচিত মুখ ছিলেন। রীতিমত বলিউডি স্ট্যাইলে গ্ল্যামারাস জীবনযাপন করতেন ওই দম্পতি। অভিযোগ, সেই চকচকে মুখোশের আড়ালেই চলছিল বড়সড় আর্থিক জালিয়াতির খেলা। বর্তমানে ওই দম্পতিকে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) ফেসিলিটিতে আটক করে রাখা হয়েছে।

তদন্তকারীদের মতে, মুখোপাধ্যায় দম্পতি ভুয়ো রিয়েল এস্টেট প্রকল্পে উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করতেন। বিনিয়োগকারীদের ডালাস হাউজিং অথরিটির ভুয়ো চুক্তি ও চালান দেখিয়ে বিশ্বাস করানো হতো যে সেই প্রকল্পগুলি আসল। প্রথম দিকে লভ্যাংশের কিছু চেক দিলেও, পরে সেগুলি বাউন্স হতে শুরু করে। ওই দম্পতির বিরুদ্ধে ২০২৪ সালে এক দম্পতি প্রথম অভিযোগ করেন যে তাঁরা ৩ লাখ ২৫ হাজার ডলার হারিয়েছেন। এরপর ইউলেস পুলিশ তদন্ত শুরু করে এবং পরে এফবিআই তদন্তে যুক্ত হয়। গোয়েন্দা ব্রায়ান ব্রেনান জানান, তাঁর ২৩ বছরের কর্মজীবনে এমন ধুরন্ধর প্রতারক তিনি আর দেখেননি। এখনও পর্যন্ত সরকারিভাবে ২০ জন ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ করেছেন। তবে, এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুখোপাধ্যায় দম্পতির বিরুদ্ধে প্রথম ডিগ্রির চুরির মামলা চলছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন : ট্রাম্পের শেয়ার করা ওবামার ‘গ্রেফতারের’ ভুয়ো ভিডিও ঘিরে বিতর্ক, উঠল AI অপব্যবহারের প্রশ্ন

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version