Wednesday, August 20, 2025

অবশেষে সমস্ত জল্পনার অবসান। চতুর্থ টেস্টে খেলবেন জসপ্রীত বুমরাহ। ম্যাচের দুদিন আগেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ম্যাঞ্চেস্টারে প্রস্তুতি শুরুর আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন মহম্মদ সিরাজ। সেখানেই জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) খেলার কথা চূড়ান্ত করে দিয়েছেন ভারতীয় দলের এই তারকা পেসার। অর্থাৎ এই ম্যাচে বুমরাহ এবং সিরাজের জুটি দেখা যাচ্ছে। তবে তাদের সঙ্গে তৃতীয় পেসার কে হবেন তা নিয়েই এখন জল্পনা।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পাঁচ ম্যাচের এই সিরিজে মাত্র তিনটি ম্যাচ খেলার কথাই বলেছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথম ম্যাচ খেলার পর, দ্বিতীয় ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন তিনি। তৃতীয় ম্যাচে বুমরাহ খেলেছিলেন।  এরপর থেকেই শুরু হয়েছিল সেই জল্পনা। বুমরাহ কি খেলবেন চতুর্থ টেস্টে। এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানান গুঞ্জন চলছিল।

শেষপর্যন্ত সেই কথাই জানিয়ে দিলেন মহম্মদ সিরাজ। এই টেস্টে জসপ্রীত বুমরাহ খেলবেন। সাফ বার্তা মহম্মদ সিরাজের। তিনি জানিয়েছেন, “জসপ্রীত বুমরাহ খেলবেন। আকাশদীপের অবশ্য খানিকটা চোটের সমস্যা রয়েছে। তবে সেই ব্যপারটা দেখছেন দলের ফিজিওরা। আকাশদীপ নেটে বোলিংও করেছেন এদিন”।

চলচি সিরিজে বল হাতে দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ। শেষ ম্যাচেও ভালো বোলিং করেছিলেন এই জুটি। তবে সেই ম্যাচে সিরাজের শেষ মুহূর্তে আউট হওয়াটা ভারতকে একেবারে জয়ের সামনে এনেও ব্যর্থ করেছিল। আকাশদীপ একান্তই খেলতে না পারলে সেই জায়গায় কে খেলবেন সেটা নিয়েই এখন নানান গুঞ্জন চলছে।

Related articles

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...
Exit mobile version