Monday, November 3, 2025

২বার বহিষ্কৃত হয়েও হারাননি জনপ্রিয়তা: প্রয়াত কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী অচুত্যানন্দন, শোকজ্ঞাপন মমতার

Date:

প্রয়াত কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিএমের শতায়ু নেতা ভি এস অচুত্যানন্দন (V. S. Achuthanandan)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০১ বছর। জীবনের শেষ দিন পর্যন্ত দলের সঙ্গে যোগ ছিল তাঁর। দু’বার দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি পলিটব্যুরো থেকে বহিষ্কৃত হয়েছিলেন অচুত্যানন্দন। কিন্তু জনমানসে তাঁর গ্রহণযোগ্যতা কখনও কমেনি। কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

অচুত্যানন্দনের রাজনৈতিক পথচলা শুরু হয় কমিউনিস্ট আন্দোলনের সূচনালগ্নে। ১৯৪০-এর দশকে তিনি পার্টিতে যোগ দেন। বামপন্থী রাজনীতির কঠোর অনুশাসনের মধ্যেও নিজের মত ও নৈতিক অবস্থানে আপোষ করেননি কখনও। দলীয় মতবিরোধ বা নেতাদের সঙ্গে দ্বিমত থাকা সত্ত্বেও, নিজস্ব অবস্থানে ছিলেন অবিচল।

সিপিএম-এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে মত বিরোধের জেরে ২০০৭ সালে অচুত্যানন্দনকে প্রথমবার পলিটব্যুরো থেকে সরিয়ে দেওয়া হয়। তৎকালীন রাজ্য সম্পাদক পিনারাই বিজয়নের সঙ্গে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও কিছুদিন পরে তাঁকে পুনরায় ফিরিয়ে আনা হয়, কিন্তু ২০০৯ সালে SNC Lavalin দুর্নীতি কাণ্ডে নিজের অবস্থান থেকে না সরে তিনি আবারও পলিটব্যুরো থেকে বহিষ্কৃত হন। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েও একাধিকবার সাধারণ মানুষের পক্ষে সরব হয়েছিলেন তিনি। পরিবেশ রক্ষার প্রশ্নে, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতায় এবং দুর্নীতির বিরুদ্ধে তাঁর অবস্থান তাঁকে ‘জননেতা’ হিসেবে গড়ে তোলে। বারবার বহিষ্কৃত হয়েও দলের সাধারণ কর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিকের কাছে তাঁর গ্রহণযোগ্যতা থেকে যায় অটুট।

২০০৬ থেকে ২০১১ পর্যন্ত কেরালার মুখ্যমন্ত্রী ছিলেন ভি এস। প্রশাসনে স্বচ্ছতা আনা, ভূমি সংস্কার এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান তাঁর সময়কালের প্রধান বৈশিষ্ট্য। মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই তিনি বহু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন, যা তাঁর নীতিনিষ্ঠ রাজনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করে তোলে। অচুত্যানন্দনের মৃত্যুতে কেরালা তথা ভারতীয় বাম রাজনীতি এক নীতিবান, সাহসী ও আপোষহীন নেতাকে হারাল। যিনি দলীয় সিদ্ধান্ত মানলেও চোখ বুজে সমর্থন করতেন না, নিজের বোধ ও দায়িত্ববোধ থেকে বিচ্যুত হননি কখনও।

কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন করেন বাংলার মুখ্যমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ”কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কমিউনিস্ট নেতা ভিএস অচ্যুতানন্দনের পরিবার, স্বজন এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই। এই প্রবীণ নেতার মৃত্যু জনজীবনে এক শূন্যতা তৈরি করবে।” আরও পড়ুন: রাম-বাম-শ্যামকে একযোগে নিশানা, জানুন দলের ইতিহাস, বার্তা তৃণমূল সভানেত্রীর

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version