Tuesday, November 4, 2025

পহেলগাম নিয়ে কেন্দ্রের ব্যাখ্যা চাইতেই মুলতুবি সংসদ! নিয়মের দোহাই

Date:

সংসদের বাদল অধিবেশনের শুরুর দুদিনের মধ্যেই বিদেশ পাড়ি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই জম্মু ও কাশ্মীরে জঙ্গি ঢুকে কীভাবে দেশের নাগরিকদের নির্মমভাবে হত্যা করল, তার ব্যাখ্যা দাবি করে বিরোধীরা। সেইসঙ্গে পহেলগাম হামলা (Pahalgam attack) পরবর্তীতে ভারতের তরফ থেকে জঙ্গি দমন ও নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত তথ্য দাবি করা হয়। ভারতের সাতটি প্রতিনিধিদল ৩২টি দেশে পাক-বিরোধী প্রচারে সরব হয়েছিল। সেইসব দেশ থেকে সমর্থনের কী বার্তা পাওয়া গিয়েছে, তা প্রকাশ করার দাবিও জানানো হয়। বিরোধীদের দাবি শুনেই পিঠটান নরেন্দ্র মোদির (Narendra Modi) কেন্দ্রের সরকারের। নিয়মের দোহাই দিয়ে অধিবেশনের প্রথম দিন চার বার মুলতুবি (adjourned) করে দেওয়া হয় লোকসভার (Loksabha) অধিবেশন।

সোমবার অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সেনাবাহিনীর প্রশংসা করেন। সেই সেনাবাহিনীর কৃতিত্বকে প্রকাশ করতেই এত দ্বিধা মোদি সরকারের। নিজেদের ইস্যুগুলি তুলে ধরতে ব্যস্ত কেন্দ্রের সরকার পহেলগাম ইস্যু নিয়ে জনগণের প্রশ্নের উত্তর দিতে পিছিয়ে যায় সারাদিন। শুধুমাত্র স্পিকার ওম বিড়লা ঘোষণা করেন, যখন প্রয়োজন হবে তখন আলোচনা হবে। ফলে স্বাভাবিকভাবেই বিরোধী দলের সাংসদরা আলোচনার দাবিতে সরব হন।

বিরোধী সাংসদদের ঘাড়ে দোষ চাপিয়ে লোকসভা চারবার মুলতুবি করে দেওয়া হয়। সংসদ বিষয়ক মন্ত্রী দাবি করেন, পহেলগাম ইস্যু আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে। তারপরেও কেন্দ্রের কোনও মন্ত্রী বা প্রধানমন্ত্রী অধিবেশনের (Parliament session) প্রথমদিন এই ইস্যুকেই যে সবার আগে আলোচনায় নিয়ে আসা উচিত তার প্রয়োজনই বোধ করেননি। উপরন্তু বিরোধীদের আচরণকে সংসদের শালীনতার পরিপন্থী বলে দাবি করেন। অথচ বিজেপির সাংসদ বিজয়ন্ত পণ্ডা আয়কর বিল পেশ করেন লোকসভায়।

আরও পড়ুন: প্রমাণের অভাব: ২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণের ১২ অভিযুক্তকে বেকসুর খালাস হাইকোর্টে

রাজ্যসভায় একইভাবে পহেলগাম হামলা নিয়ে আলোচনার দাবি জানানো হলেও সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বিরোধী দলের ৬৩ জন সাংসদ বিচারপতি যশবন্ত ভার্মার (Justice Yashbant Verma) বিচারক পদ বাতিলের দাবিতে নোটিশ দেন রাজ্যসভায় (Rajyasabha)। লোকসভাতেও ১৪৫ জন সাংসদ একই নোটিশ দেন, যার মধ্যে বিজেপির সাংসদরাও ছিলেন। সেই নোটিশ গৃহীত হয়। সংসদের দুই কক্ষই মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version