বাংলা ভাষা ও বাঙালিদের বিরুদ্ধে আক্রমণের প্রতিবাদে গর্জে উঠলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। বাংলা ভাষার উপর আঘাতের প্রতিবাদে ২৭ জুলাই নানুর দিবস থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
গেরুয়া শিবিরকে নিশানা করে তৃণমূল নেত্রীর বলেন, ”আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। আর এবার নোটিফিকেশন পাঠিয়েছে। একমাসের জন্য যাকেই সন্দেহ হবে তাকেই জেলে রাখা হবে। আজ এক হাজারের উপর লোক কাউকে বাংলাদেশে নিয়ে গিয়েছে, কাউকে রাজস্থান, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে এমনকী ওড়িশার জেলে নিয়ে গিয়েছে। জুলাই মাসে দিয়েছে বেআইনি বাংলাদেশি নাগরিকদের, রোহিঙ্গাদের ডিপোর্টেশনের কাজ শুরু করতে হবে। আমাদের বলছে সেন্ট্রাল ফোর্স থেকে নোডাল অফিসার তৈরি করতে, যারা ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে। বাংলার পরিচয় থেকে বাদ দেবে। এসব বাংলা বরদাস্ত করবে না। আমরা ওদের জব্দ করব স্তব্ধ করব।”
ভাষা সন্ত্রাস নিয়ে তীব্র আক্রমণ করে মমতা (Mamata Banerjee) বলেন, “বাংলায় কথা বলতে ভয় পান আপনারা। বাংলা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুলের জন্ম দিয়েছে। বাংলা থেকেই লেখা হয়েছে, জাতীয় সঙ্গীত।“ মমতা প্রশ্ন তোলেন, কোচবিহারের বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে কেন অসম সরকার NRC নোটিশ দিয়েছে সে নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, “বাংলা বলায় জেলে ভরে দিচ্ছেন, আগামীদিনে মানুষ আপনাদের জেলে ভরে দেবে। অন্তত ১ হাজার মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরেছে। NRC আমরা মানবো না, এই আইন বাতিল করাবোই। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া ভোট দাও, আর ভোট চলে গেলে অত্যাচার।”
বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয় এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। আমি কিন্তু ছাড়ার লোক নেই। মনে আছে, সিঙ্গুর-নন্দীগ্রামের কথা?“ এর পরেই ভাষা আন্দোলনের ডাক দিয়ে মমতা বলেন, “আবার ভাষা আন্দোলন শুরু হবে।“ ২৭ জুলাই থেকে সেই আন্দোলনের ডাক দেন তিনি। হুঙ্কার দিয়ে মমতা বলেন, ”২৭ জুলাই থেকে টানা ইলেকশন পর্যন্ত ভাষার উপর সন্ত্রাস, বাংলা ভাষার উপর সন্ত্রাস- মানছি না মানবো না। ভাষা আন্দোলন শুরু হবে। সব ভাষাকে সম্মান জানিয়ে বলব আমরা সব ভাষাকে ভালবাসি। কোনও ভাষার এত ব্যাপ্তি বিস্তৃতি নেই বাংলার মতো।” এর পরেই লাগাতার আন্দোলন কর্মসূচির ডাকা দেন মমতা।
একনজরে তৃণমূল সুপ্রিমোর ঘোষিত আন্দোলন কর্মসূচি
• ২৭ জুলাই: নানুর দিবস থেকে ভাষা রক্ষার শপথ
• ২৭ জুলাইয়ে পর থেকে প্রতি শনি-রবিবার: বাংলাভাষার উপর আক্রমণের প্রতিবাদে মিছিল-সভা
• ৯ অগাস্ট: আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন
• ৯ অগাস্ট: ব্লকে-ব্লকে আন্দোলন, স্লোগান “বিজেপি তুমি ভারত ছাড়ো”
• ১৫ অগাস্ট: প্রতিটি এলাকায় স্বাধীনতা দিবস পালন
• ২৮ অগাস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন
• তৃণমূলের কর্মসূচির দিনই পাল্লা দিতে সভা করে বিজেপি। সিএমের বাড়ি যায়। এবার থেকে দিল্লির কেন্দ্রীয় নেতারা বাংলায় এলে পাল্টা সভা তৃণমূলের
আরও খবর: ২বার বহিষ্কৃত হয়েও হারাননি জনপ্রিয়তা: প্রয়াত কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী অচুত্যানন্দন, শোকজ্ঞাপন মমতার
তীব্র গর্জন করে তৃণমূল সুপ্রিমো বলেন, “বাংলা বলার জন্য যদি কোনও বাঙালিকে গ্রেফতার করা হয় তাহলে আমি ছেড়ে কথা বলব না। প্রয়োজনে এই লড়াই দিল্লি অবধি নিয়ে যাব। আমি এর শেষ দেখে ছাড়ব। আপনারা জানেন আমি কোনও লড়াই লড়লে শেষ দেখে ছাড়ি।”
–
–
–
–
–
–
–
–