ধর্মতলামুখী একুশের চেনা ভিড়, যান চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণে

Date:

Share post:

সকালের আলো ফুটতে না ফুটতেই সব পথ মিশেছে আজ একুশের পথে। ভোর থেকেই তৃণমূল (TMC) কর্মী সমর্থকরা পায়ে পায়ে রওনা দিয়েছেন শহিদ দিবসের অনুষ্ঠানস্থলের দিকে। কারোর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্মমুখী প্ল্যাকার্ড, মুখোশ, কেউ আবার নিজেকে রাঙিয়েছেন তৃণমূলীয় রঙে। কেউ এসেছেন সাইকেল নিয়ে কেউবা হুইল চেয়ার নিয়ে প্রিয় নেত্রীর বার্তা শুনতে হাজির ধর্মতলায়।সকাল ছটা থেকে যেভাবে হাওড়া- শিয়ালদহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ধর্মতলার দিকে যেতে শুরু করেছেন তাতে মনে করা হচ্ছে অনুষ্ঠান শুরুর বেশ কয়েক ঘণ্টা আগেই তৃণমূল কর্মী সমর্থকদের ঘিরে পরিপূর্ণ হয়ে যাবে ভিক্টোরিয়া হাউস চত্বর। আদালতের নির্দেশ মেনে সকাল থেকে যান নিয়ন্ত্রণে তৎপর পুলিশ (Kolkata Police)। এখনও পর্যন্ত কোথাও কোন ট্র্যাফিক জনিত কোনও সমস্যা নেই। সকাল সাড়ে আটটা পর্যন্ত পাওয়া খবরে সবটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে রাস্তায় বাস অন্যান্য দিনের থেকে খানিকটা কম থাকায় বেলা বাড়লে অফিস যাত্রীদের বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার একুশে জুলাই উপলক্ষে সকাল থেকে রাজ্যের সব জেলার রাস্তায় রাস্তায় তৃণমূল কর্মী সমর্থকদের দেখা মিলেছে। আজ আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার, ফলে কলকাতা-হাওড়া- হুগলিতে তারকেশ্বরযাত্রীদের ভিড়ও রয়েছে। ইতিমধ্যেই নদিয়া, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি থেকে ট্রেনে- বাসে করে তৃণমূল সমর্থকরা রওনা দিয়েছেন। শহর কলকাতায় বিভিন্ন ক্যাম্প থেকে নির্ধারিত বাস এবং গাড়ি করে ঘাসফুলের সমর্থকরা সভাস্থলের দিকে পৌঁছে যাচ্ছেন। রাজ্যের নানা প্রান্ত থেকে তৃণমূলের কর্মী-সমর্থকেরা কলকাতায় আসছেন।এমনকি, রাত ১২টা-১টা থেকে অনেকে ধর্মতলার মঞ্চের কাছে বসে আছেন। লালবাজারের বিজ্ঞপ্তি অনুযায়ী একুশে জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বেশ কিছু রাস্তায় যাত্রিবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

spot_img

Related articles

উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার: ফলাফল প্রকাশ ৩১ অক্টোবর

পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের (semester) ফলাফল। আগামী ৩১ অক্টোবর...

দুর্গাপুরের নির্যাতিতা সনাক্ত করলেন অভিযুক্তকে: অনুপস্থিত সহপাঠী!

মহিলাদের প্রতি অসম্মান বা ধর্ষণের মতো ঘটনায় বাংলার পুলিশ প্রশাসন দ্রুততার সঙ্গে তদন্ত করা থেকে নির্যাতিতাকে বিচার পাইয়ে...

পিতাকে জীবনকৃতি সম্মান উৎসর্গ লিয়েন্ডারের, তরুণদের গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন সৌরভ

এক মঞ্চে লিয়েন্ডার পেজ , সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ তিরকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের তিন নক্ষত্র। উপলক্ষ্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের(CSJC)...

রাজ্যের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা: খতিয়ে দেখতে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

আরজিকরের ঘটনার পরে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমূল পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য সরকার। পরিকাঠামোগত ব্যবস্থা থেকে সাধারণ নিরাপত্তা...