Thursday, November 13, 2025

রাম-বাম-শ্যামকে একযোগে নিশানা, জানুন দলের ইতিহাস, বার্তা তৃণমূল সভানেত্রীর

Date:

Share post:

ঐতিহাসিক একুশের শহিদ সমাবেশ থেকে বাংলাভাষাকে রক্ষার দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee)। বিরোধী রাম-বাম-শ্যামকে একযোগে আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী। একুশের জনপ্লাবনের সামনে গর্জে উঠলেন কেন্দ্রের লাগাতার বঞ্চনা নিয়েও। কেন্দ্রের বিজেপি (BJP) সরকারকে বঞ্চনার জবাবে ধুইয়ে দিয়ে নেত্রী বলেন, ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়ে, প্রাপ্য টাকা না দিয়ে কী ভেবেছিলেন? বাংলা করতে পারে না? আমরা পেরেছি। কেন্দ্রের শত বঞ্চনা সত্ত্বেও তৃণমূল সরকার বাংলার মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজ্যে ৯৪টি জনহিতকর প্রকল্প চলছে। গরিবরা বাংলার বাড়ি পেয়েছে। বিভিন্ন ধর্মস্থানের উন্নতিকল্পে কাজ করেছে তৃণমূল সরকার। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে।

নেত্রী আরও বলেন, বিজেপি বলছে পরিবর্তন হলে নাকি বাংলায় উন্নয়ন করে দেবে! দিল্লিতে (Delhi) আপনারা ১১ বছর ধরে আছেন সেখানে কী উন্নয়ন করেছেন? বছরে ২ কোটির ভাঁওতা দিয়েছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবে বলেও দেয়নি। কালো টাকা ফেরত আনবেন বলেছিলেন, পারেননি। আর বলছেন বাংলায় উন্নয়ন করবেন!
বিজেপির পাশাপাশি হার্মাদ বামপন্থীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ— বামপন্থীদের কথা ছেড়েই দিন। সোশ্যাল মিডিয়ায় তারা টাকা ঢেলে বসে আছে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিল। যারা বাংলাকে ক্ষতবিক্ষত করেছে, তাদের আমরা সম্মান করি না অসম্মানও করি না। বাংলার মানুষ এর জবাব দেবে। জগাই-মাধাই-গদাইদের বিরুদ্ধে লড়াই চলছে চলবে। দলনেত্রীর আরও সংযোজন, মনে আছে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের কথা? মনে আছে একুশে জুলাইয়ের আন্দোলনের কথা? যাঁরা জানেন না, আমার লেখা বইগুলো পড়ুন। তৃণমূল কংগ্রেসের জন্ম এমনি-এমনি হয়নি, অনেক লড়াইয়ের ফসল। যত কুৎসা করবেন, তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবে! তৃণমূলকে শেষ করা অত সহজ নয়। যাঁরা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিয়ে, অভিষেককে গালাগালি দিয়ে তাঁরা পার পেয়ে যাবেন, ভুল ভাবছেন। তারা সোশ্যাল মিডিয়ায় শূন্য থেকে মহাশূন্য পৌঁছে যাবেন। এবারের খেলায় বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে। আরও পড়ুন: জগন্নাথধামের পরে বাংলায় তৈরি হবে দুর্গাঙ্গন: ঘোষণা মমতার

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...