Tuesday, November 4, 2025

সিএবিতে আর্থিক দুর্নীতি, জমা পড়েছে একের পর এক অভিযোগ

Date:

আগামী সেপ্টম্বরে সিএবিতে (CAB) বার্ষিক সাধারণ সভা। তার আগে সিএবি জুড়ে একের পর এক বিতর্ক। আর সবকিছুরই নেপথ্যে আর্থিক দুর্নীতি। এবার অম্বরিশ মিত্র (Ambarish Mitra) নামে এক কর্তার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আর্তিক দুর্নীতির অভিযোগ উঠল সিএবিতে (CAB)। ইতিমধ্যেই সচিব, সভাপতি সহ সিএবির ওম্বুডসম্যানের কাছেও জমা পড়েছে সেই অভিযোগের চিঠি। অম্বরিশ মিত্রের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে।

অম্বরিশ মিত্র সিএবির (CAB) স্টেডিয়াম কমিটি এবং বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের কমিটির সঙ্গে যুক্ত রয়েছে। তাঁর বিরুদ্ধেই এই আর্থক কেলেঙ্কারির অভিযোগ এনেছেন সুমন কীর্তনিয়া নামক এক আইজীবি। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠতি তরুণ ক্রিকেটারদের নাকি সুযোগ পাইয়ে দেওয়ার নাম করতে টাকা আত্মসাত করছেন তিনি। শুধু তাই নয় নতুন ক্লাব করার নাম করেও নাকি নানান ব্যক্তির থেকে বহুরকম ভাবে চাকা তুলছেন তিনি।

কয়েকদিন আগেই সিএবির কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী এবং যুগ্ম সচিব দেবব্রত দাসের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত মারাত্মক সব অভিযোগ জমা পড়েছিল সিএবির ওম্বুডসম্যানের কাছে। সেই বিতর্কের আগুনেই এবার ঘি ঢালল এই অম্বরীশ মিত্রের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। সিএবিতে ক্রমশই এগিয়ে আসছে নির্বাচনের সময়।

ওয়াকিবহাল মহল মনে করছে নির্বাচনের জন্যই হয়ত এই সমস্তকিছু এবার সামনে আসতে শুরু করেছে। অন্যদিকে সিএবির সভাপতির তরফে জানানো হয়েছে যে তারা এই অভিযোগ পেয়েছে। তবে সমস্ত কিছু বিচার করে দেখবে অ্যাপেক্স কাউন্সিলের সদস্যরা। এরপর তারা সরাসরি তা জানিয়ে দিতে পারে ওম্বুডসম্যানের কাছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version