SIR ইস্যু থেকে শুরু করে ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থার প্রতিবাদে উত্তাল সংসদ (Parliament)। বাদল অধিবেশনের শুরু থেকেই বিরোধীদের প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা কেন্দ্র সরকারের। ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে নোটিশ দেয় বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। হাত শিবিরও সমর্থন জানিয়েছিল। কিন্তু তৃণমূলের নোটিশ গৃহীতই হয়নি। এরপরই সংসদের বাইরে এসে ক্ষোভপ্রকাশ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। তিনি বলেন, ‘সংখ্যাধিক্যের বলে সংসদে নোটিস খারিজ করা যায়। কিন্তু মানুষের আন্দোলনকে রুখে দেওয়া যায় না।’ বুধবার অধিবেশন শুরু হতেই SIR নিয়ে দফায় দফায় সরকারবিরোধী বাদানুবাদ শুরু হয়। প্রাথমিকভাবে রাজ্যসভার অধিবেশন দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। পরে দ্বিতীয়ার্থে তা শুরু হলে আবারও বিরোধীদের প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এরপর লোকসভা ও রাজ্যসভায় সুর চড়ান I.N.D.I.A জোটের সদস্যরা। দুপক্ষের তর্কাতর্কিতে এদিনের মতো মুলতুবি হয়ে যায় সংসদের দু-কক্ষেরই অধিবেশন।
CEO-র উপর নিয়ন্ত্রণাধিকার! সুর চড়ালেন স্পিকার, প্রশ্ন নিয়োগ-বেতনে রাজ্যের ভূমিকা নিয়ে
বুধবার সকালে অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের মকর দ্বারে বিক্ষোভ দেখায় INDIA জোট। হাতে কালো কাপড় বেঁধে, কালো পোশাক পরে বিক্ষোভ দেখান বিরোধীরা। এরপর লোকসভা অধিবেশন শুরু হলে উঠে আসে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রসঙ্গ। সরকার বিরোধী হট্টগোলে উত্তাল হয় সংসদ। রাজ্যসভায় এসআইআর নিয়ে বিরোধীদের আলোচনার দাবি খারিজ করেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশের। খারিজ বাংলাভাষিদের উপর অত্যাচারের বিষয়ে আলোচনার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের করা দাবিও। এরপরই প্রবল হট্টগোল শুরু হয়। দফায় দফায় মুলতুবি হয় দু কক্ষের অধিবেশন।
এদিন পহেলগাম হামলা, অপারেশন সিন্দুর নিয়েও সংসদে সরব হন বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)বিবৃতি দাবি করেছেন তাঁরা। সরকার পক্ষ আগামী সপ্তাহে আলোচনার জন্য দুই কক্ষ মিলিয়ে মোট ২৫ ঘণ্টা সময় বরাদ্দ করেছে। কিন্তু বিরোধীরা স্পষ্ট জানিয়েছে, আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা যাবে না। এমনকি ভারত-পাক সংঘর্ষ বিরতি প্রসঙ্গ কেন এড়িয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী সে জবাবও দিতে হবে। এদিন রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, সংসদে মোদির তরফে অপারেশন সিন্দুর (Operation Sindoor) প্রসঙ্গ এড়িয়ে যাওয়া প্রমাণ করে যে মার্কিন প্রেসিডেন্টের দাবি সত্যি।সংসদ চত্বরে দাঁড়িয়ে বুধবার বিরোধী দলনেতা বললেন, “একদিকে সরকার বলছে অপারেশন সিঁদুর চলছে। অন্যদিকে বলছে আমরা জিতে গিয়েছি। আবার ডোনাল্ড ট্রাম্প ২৫ বার বলেছেন, তিনি অপারেশন সিন্দুর থামিয়ে দিয়েছেন। ডাল মে কুছ না কুছ কালা হ্যায়।”
–
–
–
–
–
–
–
–
–
–
–
–