Tuesday, August 12, 2025

একসঙ্গে চলবে আমাদের পাড়া, আমাদের সমাধান – ‘দুয়ারে সরকার! রূপরেখা স্থির করলেন মুখ্যসচিব 

Date:

রাজ্য সরকারের দুই গুরুত্বপূর্ণ জনমুখী প্রকল্প—‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ এবং ‘দুয়ারে সরকার’ এবার একত্রে রূপায়িত হবে রাজ্যজুড়ে। বুধবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্যের সব জেলার জেলাশাসকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে বসে এই নতুন পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।

উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার প্রশাসনিক কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। মুখ্যসচিব জানান, এবার থেকে বুথভিত্তিক ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ সভার সঙ্গেই বসবে ‘দুয়ারে সরকার’-এর পরিষেবা শিবির। এতদিন ধরে পৃথকভাবে এই দুটি কর্মসূচি পরিচালিত হত, কিন্তু এবার দুটি প্রকল্পকে একত্র করে মানুষের সমস্যা শোনা ও তার সমাধান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, তিনটি বুথ নিয়ে গঠিত এলাকায় হবে এক একটি সভা, যেখানে উপস্থিত থাকবেন জেলা ও ব্লকের আধিকারিক, বিডিও, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা। আলো, জল, সড়ক, পরিকাঠামো উন্নয়ন এবং সরকারি পরিষেবায় বঞ্চনার মতো বিষয় নিয়ে সরাসরি শুনানি হবে ওই সভাগুলিতে। সঙ্গে সঙ্গে যদি দেখা যায় কোনও পরিবার সরকারি পরিষেবার বাইরে রয়েছে, তাদের তালিকাভুক্ত করে দ্রুত পরিষেবা দেওয়ার ব্যবস্থাও করা হবে। মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, “এই দুই কর্মসূচির মূল লক্ষ্য এক—জনগণের দরজায় পৌঁছে তাঁদের সমস্যা জানা এবং তা দ্রুত সমাধান করা।” আগামী দু’মাস ধরে প্রতিটি জেলার প্রতিটি ব্লকে এই সমন্বিত কর্মসূচি চলবে। প্রশাসনের আশা, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজলভ্য হবে এবং সরকারের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।

আরও পড়ুন – বিজেপি রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে সরব তৃণমূল! তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version