গানে ভুবন ভরিয়ে: মঞ্চ মাতালেন মমতা, সঙ্গত ইন্দ্রনীলের

Date:

Share post:

গান লেখেন, সুর দেন। তাঁর গানের অ্যালবাম গোল্ডেন ডিক্স পেয়েছে। গান জানলেও মঞ্চে গাইতে চান না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, বৃহস্পতিবার, ধনধান্য স্টেডিয়ামে ‘মহানায়ক সম্মান ২০২৫’ অনুষ্ঠানের মঞ্চে রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) অনুরোধে গাইতে হল তাঁকে। আর মাইক হাতে নিয়েই ম্যাজিক। মমতার গানে মাতল অনুষ্ঠান।

গান (Song) তাঁর খুবই প্রিয় বিষয়- বারবার সেখান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব অনুষ্ঠানের জন্যেই গান লিখেছেন-সুর দিয়েছেন তিনি। একবার পুজোর গানের অ্যালবামে গানও (Song) গেয়েছেন তিনি। তবে, অহরহ মিটিং, সভা, ভাষণ, সাক্ষাৎকারের কারণে গলায় চাপ পড়ে। সেই কারণে মঞ্চে গান গাইতে অনুরোধ করলেও, হাসি মুখে তা এড়িয়ে যেতে চান মমতা। এদিন ‘মহানায়ক সম্মান’ প্রদানের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে গাইতে অনুরোধ করেন ইন্দ্রনীল।

মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী জানান, ইন্দ্রনীলকে তাঁর সঙ্গে গাইতে হবে। এর পরেই মন্ত্রী-গায়ক ‘দেয়া-নেয়া’ ছবির বিখ্যাত “গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিল একটি পাখি” গানটি শুরু করেন। গলা মেলান মমতা। তার পর শেষে নিজেই গান- “মনে রেখো, মনে রেখো, তার এই শেষ গান…“। করতালিতে ফেটে পড়ে ধনধান্য স্টেডিয়াম। মমতা যখন মঞ্চ ছেড়ে নেমে যাচ্ছেন, তখন সেই হাততালির রেশ থামেনি।
আরও খবরসিরিয়ালে ‘গুন্ডামি’ দেখানো বন্ধের পরামর্শ মুখ্যমন্ত্রীর, জোর বাংলা গানের উপর

spot_img

Related articles

দুর্গাপুজোয় কলকাতা পুলিশের ভূমিকা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো

শুভদীপ চক্রবর্তী, অফিসার ইন চার্জ, হোমিসাইড স্কোয়ার্ড, গোয়েন্দা বিভাগ, লালবাজারদিদা যখন বেঁচে ছিল তখন দুর্গাপুজোর আগে থেকেই একটু...

পুজোয় নিরাপত্তায় বাড়তি নজর, শহরজুড়ে লালবাজারের কড়া প্রস্তুতি

দুর্গোৎসবকে ঘিরে কলকাতার রাস্তায় ভিড় সামলাতে ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নিয়েছে লালবাজার। ইতিমধ্যেই শহরের বিভিন্ন...

পঞ্চমীতেই ভিড়ের ঢল, টক্কর উত্তরে–দক্ষিণে 

কলকাতার পথে নেমেছে জনসমুদ্র। পঞ্চমীর সন্ধ্যাতেই শুরু হয়েছে মহা ভিড়ের চিত্র। উত্তরে টালা প্রত্যয়, টালা বারোয়ারি, হাতিবাগান নবীন...

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...