গানে ভুবন ভরিয়ে: মঞ্চ মাতালেন মমতা, সঙ্গত ইন্দ্রনীলের

Date:

Share post:

গান লেখেন, সুর দেন। তাঁর গানের অ্যালবাম গোল্ডেন ডিক্স পেয়েছে। গান জানলেও মঞ্চে গাইতে চান না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, বৃহস্পতিবার, ধনধান্য স্টেডিয়ামে ‘মহানায়ক সম্মান ২০২৫’ অনুষ্ঠানের মঞ্চে রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) অনুরোধে গাইতে হল তাঁকে। আর মাইক হাতে নিয়েই ম্যাজিক। মমতার গানে মাতল অনুষ্ঠান।

গান (Song) তাঁর খুবই প্রিয় বিষয়- বারবার সেখান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব অনুষ্ঠানের জন্যেই গান লিখেছেন-সুর দিয়েছেন তিনি। একবার পুজোর গানের অ্যালবামে গানও (Song) গেয়েছেন তিনি। তবে, অহরহ মিটিং, সভা, ভাষণ, সাক্ষাৎকারের কারণে গলায় চাপ পড়ে। সেই কারণে মঞ্চে গান গাইতে অনুরোধ করলেও, হাসি মুখে তা এড়িয়ে যেতে চান মমতা। এদিন ‘মহানায়ক সম্মান’ প্রদানের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে গাইতে অনুরোধ করেন ইন্দ্রনীল।

মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী জানান, ইন্দ্রনীলকে তাঁর সঙ্গে গাইতে হবে। এর পরেই মন্ত্রী-গায়ক ‘দেয়া-নেয়া’ ছবির বিখ্যাত “গানে ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিল একটি পাখি” গানটি শুরু করেন। গলা মেলান মমতা। তার পর শেষে নিজেই গান- “মনে রেখো, মনে রেখো, তার এই শেষ গান…“। করতালিতে ফেটে পড়ে ধনধান্য স্টেডিয়াম। মমতা যখন মঞ্চ ছেড়ে নেমে যাচ্ছেন, তখন সেই হাততালির রেশ থামেনি।
আরও খবরসিরিয়ালে ‘গুন্ডামি’ দেখানো বন্ধের পরামর্শ মুখ্যমন্ত্রীর, জোর বাংলা গানের উপর

spot_img

Related articles

ভাইফোঁটার আনন্দে মাতল টলিউড, সমাজমাধ্যমে ছবি পোস্ট তারকাদের

বাংলা জুড়ে হইহই করে পালিত হল ভাইফোঁটা উৎসব। সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন, বেলা বাড়তে ভিড় বাড়ল...

ছটপুজোয় বন্ধ থাকবে রবীন্দ্র – সুভাষ সরোবর, বিকল্প ঘাটে আয়োজনের প্রস্তুতি 

ছটপুজো উপলক্ষে এ বছরও সাধারণের জন্য বন্ধ রাখা হবে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। জলদূষণ রোধ ও পরিবেশ...

বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

বাংলা জুড়ে আজ উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মাতলেন ভাইফোঁটা উদযাপনে। সকাল গড়িয়ে বিকেল তবু এখনও...

জলাভূমির গুরুত্ব বোঝাতে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার গড়া হবে নলবনে

পূর্ব কলকাতা (East Kolkata) জলাভূমির পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নলবন (Nalban) ভেরিতে একটি প্রকৃতি...