NCERT সিলেবাস থেকে বাদ ওড়িশার পাইকা বিদ্রোহ: সরব নবীন পট্টনায়েক

Date:

Share post:

ইতিহাস বিকৃত করতে সিদ্ধহস্ত বিজেপির সরকার সত্যিকারের ইতিহাসকে উড়িয়ে দিয়ে নিজেদের মতো করে ভারতের ইতিহাসকে পড়ুয়াদের উপর চাপিয়ে দেওয়ার খেলাতেই মত্ত। এবার সেই স্বৈরাচারের কোপে ওড়িশা (Odisha)। ওড়িশা থেকে স্বাধীনতা সংগ্রামের এক অধ্যায়কে মুছে ফেলতে বিজেপির তৎপরতার বিরুদ্ধে সরব বিজেডি প্রধান নবীন পট্টনায়েক (Naveen Patnaik)। ইতিহাস থেকে পাইকা বিদ্রোহ (Paika Rebellion) বাদ দিয়ে সিলেবাস তৈরির বিরোধিতায় সরব নবীন পট্টনায়েক। ওড়িশায় অনুপ্রবেশ করা বিজেপির স্বরূপ প্রকাশিত মাত্র এক বছরেই। এই ঘটনায় ওড়িশার বিজেপির যদিও একবারও মুখ খোলেনি।

ভারতের ইতিহাসে যে সব অধ্যায় নিয়ে আরএসএস-এর (RSS) আপত্তি, এবার সরাসরি সেই সব ইতিহাস বাতিলের পথে হেঁটেছে বিজেপির শিক্ষা মন্ত্রক। নতুন শিক্ষানীতি প্রণয়নের নাম করে ইতিহাস বিকৃতির পথে বিজেপি। এবার প্রতিবাদে সরব প্রাক্তন ওড়িশা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ভারতের স্বাধীনতার প্রথম আন্দোলন পাইকা বিদ্রোহকে (Paika Rebellion) বাদ দেওয়ার প্রতিবাদে বিজেডি সাংসদরা দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের সঙ্গেও। দাবি করা হয়, বিজেপি চার বছর আগের প্রতিশ্রুতি থেকেও সরে এসেছে সিলেবাস থেকে এই আন্দোলনের ইতিহাস বাদ দিয়ে। জনজাতির ইতিহাস ভুলিয়ে দিতে কেন্দ্রের সরকারের পদক্ষেপে নীরব ওড়িশার বিজেপি সরকার।

ওড়িশার বিজেডির প্রধান নবীন পট্টনায়েক দাবি করেন, ভারতের স্বাধীনতার ইতিহাসে সিপাহী বিদ্রোহের আগে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে সরব হয়েছিল ওড়িশার পাইকা সম্প্রদায়ের মানুষ। তাঁদের লড়াকু সংগ্রাম ভারতের ইতিহাসের একটি সন্ধিক্ষণ হিসাবে পরিচিত যা ১৮১৭ সালে সংঘটিত হয়েছিল। বিজেডির পক্ষ থেকে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে দাবি জানানো হয়েছিল, পাইকা বিদ্রোহকে দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে ঘোষণা করা হোক।

আরও পড়ুন: জয় হিন্দ কলোনীর বাঙালিদের উচ্ছেদে স্থগিতাদেশ: তৃণমূলের নিরলস লড়াইয়ে সাফল্য

সেই দাবিকে উড়িয়ে এনসিইআরটি (NCERT) ইতিহাসের পাঠক্রম থেকেই পাইকা সংগ্রামকে (Paika Rebellion) বাদ দিয়ে দেয়। প্রতিবাদে সরব হন নবীন পট্টনায়েক (Naveen Patnaik)। সিপাহী বিদ্রোহের ৪০ বছর আগে হওয়া এই বিদ্রোহের অপমানের অর্থ পাইকা বীরদের অবমাননা, দাবি নবীনের। যদিও নবীনের প্রতিবাদের পরে ভুল শুধরে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ও এনসিইআরটি। তবে এই ঘটনাতেই স্পষ্ট ইতিহাস না জেনে প্রতিটি রাজ্যের উপর অনুপ্রবেশকারী হিসাবে ক্ষমতা দখল করা বিজেপি আদতে প্রতিটি জনজাতির ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...