Thursday, November 13, 2025

ভারতীয় দলে দুঃসংবাদ, পায়ের পাতা ভেঙে যাওয়ায় ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পন্থ!

Date:

ইংল্যান্ডের মাটিতে সিরিজের সমতা ফেরানোর জন্য চতুর্থ টেস্ট টিম ইন্ডিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ (Ind vs Eng 4thTest)। আর সেই ম্যাচের প্রথম দিনে ভারতীয় দলের অন্যতম তারকা প্লেয়ার ঋষভ পন্থ (Rishabh Pant)চোট পাওয়ায় আশঙ্কার কালো মেঘ তৈরি হচ্ছিল। অবশেষে তা সত্যি হল। দ্বিতীয় দিনের ম্যাচ শুরুর আগেই জানা গেল, খেলতে গিয়ে চোট লাগার কারণে পায়ের পাতা ভেঙেছে টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেনের। আগামী দেড় মাসের জন্য তিনি মাঠে নামতে পারবেন না!

ম্যাঞ্চেস্টারে সাবলীল মেজাজ ব্যাট করার সময়ে আচমকাই চোট পান ঋষভ। এমনিতেই আগের ম্যাচে হাতের চোটের কারণে তিনি উইকেট কিপিং করতে পারেননি। এবারেও হয়তো সেরকম একটা প্রস্তুতি রাখা হচ্ছিল। কিন্তু ভারতীয় দলের সহ অধিনায়ক যে একেবারে সিরিজ থেকে ছিটকে যাবেন সেটা বোধহয় ভাবতে পারেননি কোচ বা ক্যাপ্টেন কেউই। বুধবার চোটের পর আর ব্যাট করার মতো অবস্থায় ছিলেন না পন্থ। গলফ কার্টে করে দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। টিমের ডাক্তার পরীক্ষা করার পর আঘাত গুরুতর বুঝে পন্থকে হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন। রাতে বিসিসিআই (BCCI ) জানায়, ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটারের পায়ের স্ক্যান করা হয়েছে। বৃহস্পতির সকালে রিপোর্ট আসতেই দেখা গেল পন্থের ডান পায়ের পাতার হাড় ভেঙেছে। তাই এই ম্যাচ তো বটেই এমনকি ওভালের শেষ টেস্টেও খেলতে পারবেন না তিনি। ফলে উইকেটকিপিং হয়তো করবেন ধ্রুব জুরেল, কিন্তু প্রথম এরপর দ্বিতীয় ইনিংসেও একজন ব্যাটার কম নিয়ে খেলতে হবে শুভমনদের।

 

 

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version