Saturday, November 1, 2025

৫ লক্ষ পর্যন্ত স্বাস্থ্যবিমা, বাংলার শিল্পী-কলাকুশলীদের পাশে রাজ্য: ‘মহানায়ক সম্মান‘-মঞ্চে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

সিনেমা ও টেলিভিশনে কর্মরত কলাকুশলীদের পাশে আছে রাজ্য সরকার। বৃহস্পতিবার উত্তম কুমারের প্রয়াণদিবসে ‘মহানায়ক সম্মান‘-মঞ্চে জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, “সিনেমা ও টেলিভিশনে কর্মরত কলাকুশলীদের জন্য ৫ লক্ষ পর্যন্ত স্বাস্থ্যবিমা করেছি। কলাকুশলী ও শিল্পী মিলিয়ে রয়েছেন প্রায় ৪৮০০ জন। দুঃস্থ শিল্পী ও কলাকুশলীদের মেয়ের বিয়ের জন্য এবং মৃত্যুকালীন কিছু সাহায্য করা হয়।”

এদিন, ধনধান্য স্টেডিয়ামে ‘মহানায়ক সম্মান ২০২৫’ অনুষ্ঠানে মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পেলেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। ‘মহানায়ক সম্মান ২০২৫’ পান গায়ক রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, অভিনেতা গার্গী রায়চৌধুরী-সহ একাধিক শিল্পী ও কলাকুশলী। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। এরপরেই প্রসেনজিতের এক বিশেষ উদ্যোগের প্রশংসা করলেন। তিনি বলেন, “প্রসেনজিৎ একটা ভাল আইডিয়া করেছে। একটা মডেল করেছে। আমাকে অফিসাররা দেখে এসে বলেছে। ও প্রায় ১০০টি জায়গায় ৪০ ৫০ জন বসার মত একটা ঘর তৈরি করছে। আমরা সেটাতে খুশি হয়েছি। এটা যদি হয়, তাহলে বুথ লেভেলে বা গ্রাসরুট লেভেলে সিনেমা আরও অনেকটাই ছড়িয়ে পড়বে। গ্রামীণ অনেক জায়গায় এমনকী কিছু প্রত্যন্ত গ্রামে মানুষ সিনেমা দেখতে পাবে। তাতে ওরা যে সিনেমাগুলি তৈরি করে তার একটা মার্কেটও পাবে, এমপ্লয়মেন্টও বাড়বে।“

উত্তম-সমৃতি চারণে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “আমি এখনও মনে করি উত্তম কুমার দেশের গর্ব জাতির গর্ব, সংস্কৃতির গর্ব, চলচ্চিত্রের গর্ব। আমার জীবনে খুব আফসোস, যদিও সুচিত্রা সেন মৃত্যুর কয়েদিন আগে আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। আমি গিয়েছিলাম, শেষ কয়েকদিন রোজ যেতাম। সুপ্রিয়া দি, মাধবী দি, তনুজা দিকে চিনি। সৌমিত্রদাকে দেখেছি কিন্তু উত্তমকুমারের সঙ্গে দেখা হয়নি কখনও। এই না দেখাটা বার বার আমাকে স্মরণ করিয়ে দেয় ভবানীপুরে অনেক সিনেমা হল ছিল। আমার মায়ের সাথে হাত ধরে সিনেমা দেখতে যেতাম। মা যেত আমাকে নিয়ে যেত। সেই সময়ে যে গান গুলো শুনতাম আজও মনে আছে। আমরা আজকাল বাংলা গান খুব কম ব্যবহার করি। সিনেমা থেকে শুরু করে সিরিয়েল সবেতেই কম ব্যবহার করি বাংলা গান। কিন্তু স্বর্ণ যুগের গানের বাজার কোনদিন ফুরোবে না। বাংলা গানের মাধুর্য সংস্কৃতি ভাষা সুর, কথা অনবদ্য।”

এরপরেই শিল্পীদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ২০১২ সাল থেকে স্বীকৃতি চালু করেছিলাম। বড়রা যেমন গান গাইবে তেমন যারা ইয়ং শিল্পীরা আছেন তাদেরও আমরা আনছি। বাংলা সংস্কৃতিকে আমাদের আরো কুসুমিত, পল্লবিত, বিকশিত সুললিত সুশোভিত করে তুলতে হবে। সভ্যতা ও সংস্কৃতি হল জাতির মেরুদন্ড। বাংলা মোদের জন্মভূমি, মাতৃভূমি। এই ভূমি আমাদের উর্বর করে তুলতে হবে। স্বরূপ-অরূপ ওরা তো আছেই। ওরা অনেক কিছু করেছে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। সবসময় সিনেমা ও টেলিভিশনে কর্মরত কলাকুশলীদের পাশে তারা আছে। ভবিষ্যতেও থাকবে। আমরা তাদের জন্য ৫ লক্ষ পর্যন্ত স্বাস্থ্যবিমা করেছি। কলাকুশলী ও শিল্পী মিলিয়ে রয়েছেন প্রায় ৪৮০০ জন। তারা সকলেই স্বাস্থ্য বিমার আওতায় আছেন। এদের পরিবারের সদস্যদের ধরলে প্রায় ২০ হাজার মানুষ এই স্বাস্থ্য বিমা থেকে উপকৃত হচ্ছেন। এছাড়াও ফিল্ম ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড থেকে আমাদের সরকার দুঃস্থ শিল্পী ও কলাকুশলীদের মেয়ের বিয়ের জন্য এবং মৃত্যুকালীন কিছু সাহায্য করেন। গৌতম দা একবার আমাকে জানিয়েছিল বিজিবিএসে আমরা যেন ফিল্ম সেক্টরকে ইনভল্ভ করি সেটা করেছি। এছাড়া কালচারাল এক্টিভিটিস যেমন গান থেকে শুরু করে সবকিছুই আমরা উন্নত করেছি। আমাদের সঙ্গীত অ্যাকাডেমিও তৈরি হয়ে গিয়েছে। সময় করে উদ্বোধন করব। এর ফলে সঙ্গীত জগৎ অনেকটাই উপকৃত হবে। এছাড়া অরূপকে বলেছি টেলি অ্যাকাডেমির প্রোগ্রামটাও করতে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল প্রতিবার হয়। সব সিনেমা দেখুন তবে বাংলা সিনেমাকে অবহেলা করবেন না।“

Related articles

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...
Exit mobile version