দীর্ঘদিনের বন্ধুত্ব আর প্রেমের পরে এবার চলতি সপ্তাহের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ইভ জোবস (Eve Jobs)। অ্যাপলের সহ প্রতিষ্ঠাতার কন্যার বিয়েতে খরচ হবে প্রায় ৫৮ কোটি টাকা! ওয়াকিবহাল মহলের তরফে বলা হচ্ছে মডেল কন্যার সব ইচ্ছে পূরণ করেই বিয়েতে দুহাতে খরচ করতে চায় জোবস পরিবার। কিন্তু রূপকথার বিয়েতে পাত্র কে? জানা গিয়েছে, অলিম্পিকে স্বর্ণপদকজয়ী হ্যারি চার্লসের (Harry Charles) সঙ্গে চার হাত এক হতে চলেছে ইভের। বয়সে অ্যাপল কর্তার মেয়ের থেকে এক বছরের ছোট হলেও অশ্বারোহী চার্লসের প্রতিভাও কিছু কম নয়। এক কথায় বলা যেতে পারে যে অশ্বারোহণের প্রতি ভালবাসা থেকেই চার্লস আর ইভের সম্পর্কের শুরু। অবশেষে তা পরিণতির পথে।
সাতাশ বছর বয়সী ইভা নিজে একজন মডেল হওয়ার পাশাপাশি অশ্বারোহীও বটে। এক সময় হ্যারি হাডসন নামে এক সঙ্গীতশিল্পীর সঙ্গে নাম জড়িয়েছিল স্টিভ-কন্যার।এক সময় বিশ্বের ২৫ বছরের কম বয়সি ১০০০ সেরা অশ্বারোহীর মধ্যে পঞ্চম স্থানে ছিলেন তিনি। বিখ্যাত ব্যাগ প্রস্তুতকারী সংস্থা ‘লুই ভিত্তোঁ’র মডেল হিসাবেও কাজ করেছেন।তবে এই প্রফেশনের কথা অবশ্য কখনও কল্পনাও করেননি ইভ (Eve Jobs)। এক সাক্ষাৎকারে তিনি এক বার বলেছিলেন, ‘‘আগে কখনওই মডেলিং করিনি। তবে প্রস্তাব পেয়ে ঘাবড়ে যাইনি। আমার মনে হয়েছিল, কেন নয়? এই প্রস্তাব আমায় আকৃষ্ট করেছিল।’’ স্টিভ জোবসের কন্যার সম্পত্তির পরিমাণও নেহাত কম না। সেই কারণে একেবারে রাজকীয় কায়দায় বিবাহ বাসরে কোটি টাকার রূপকথা তৈরি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–