Wednesday, November 5, 2025

৫৮ কোটির রূপকথা, অলিম্পিকে স্বর্ণপদকজয়ী অশ্বারোহীকেই বিয়ে করছেন ইভ জোবস!

Date:

দীর্ঘদিনের বন্ধুত্ব আর প্রেমের পরে এবার চলতি সপ্তাহের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ইভ জোবস (Eve Jobs)। অ্যাপলের সহ প্রতিষ্ঠাতার কন্যার বিয়েতে খরচ হবে প্রায় ৫৮ কোটি টাকা! ওয়াকিবহাল মহলের তরফে বলা হচ্ছে মডেল কন্যার সব ইচ্ছে পূরণ করেই বিয়েতে দুহাতে খরচ করতে চায় জোবস পরিবার। কিন্তু রূপকথার বিয়েতে পাত্র কে? জানা গিয়েছে, অলিম্পিকে স্বর্ণপদকজয়ী হ্যারি চার্লসের (Harry Charles) সঙ্গে চার হাত এক হতে চলেছে ইভের। বয়সে অ্যাপল কর্তার মেয়ের থেকে এক বছরের ছোট হলেও অশ্বারোহী চার্লসের প্রতিভাও কিছু কম নয়। এক কথায় বলা যেতে পারে যে অশ্বারোহণের প্রতি ভালবাসা থেকেই চার্লস আর ইভের সম্পর্কের শুরু। অবশেষে তা পরিণতির পথে।

সাতাশ বছর বয়সী ইভা নিজে একজন মডেল হওয়ার পাশাপাশি অশ্বারোহীও বটে। এক সময় হ্যারি হাডসন নামে এক সঙ্গীতশিল্পীর সঙ্গে নাম জড়িয়েছিল স্টিভ-কন্যার।এক সময় বিশ্বের ২৫ বছরের কম বয়সি ১০০০ সেরা অশ্বারোহীর মধ্যে পঞ্চম স্থানে ছিলেন তিনি। বিখ্যাত ব্যাগ প্রস্তুতকারী সংস্থা ‘লুই ভিত্তোঁ’র মডেল হিসাবেও কাজ করেছেন।তবে এই প্রফেশনের কথা অবশ্য কখনও কল্পনাও করেননি ইভ (Eve Jobs)। এক সাক্ষাৎকারে তিনি এক বার বলেছিলেন, ‘‘আগে কখনওই মডেলিং করিনি। তবে প্রস্তাব পেয়ে ঘাবড়ে যাইনি। আমার মনে হয়েছিল, কেন নয়? এই প্রস্তাব আমায় আকৃষ্ট করেছিল।’’ স্টিভ জোবসের কন্যার সম্পত্তির পরিমাণও নেহাত কম না। সেই কারণে একেবারে রাজকীয় কায়দায় বিবাহ বাসরে কোটি টাকার রূপকথা তৈরি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version