অস্বস্তিকর গরমের মাঝেই নিম্নচাপে জেরে দুর্যোগের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস (Weather office)। সেই মতোই বুধবার গভীর রাত থেকে ঝড় বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ভোর রাতের দুর্যোগে রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারে তড়িদাহত হয়ে উত্তর ২৪ পরগনার খড়দহে মৃত্যু হল এক যুবকের (a young man from khardah electrocuted to death)! ঘটনার জেরে রহড়া কেরুলিয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন অজ্ঞাতপরিচয় ওই যুবক। ভোর রাতে ঝড় বৃষ্টিতে রাস্তার উপর পড়ে ছেঁড়া বিদ্যুতের তার তাঁর নজরেবাসেনি। কোনওভাবে সেই তারের সংস্পর্শে চলে যান যুবক। মুহূর্তের মধ্যে তড়িদাহত হয়ে ছিটকে পড়েন রাস্তায়। স্থানীয়রা খবর দেন পুলিশে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–