Thursday, November 6, 2025

UGC-NET-এ সাফল্য বাংলার ছাত্রীদের: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শিক্ষাক্ষেত্রে রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সাফল্যের চিত্র তুলে ধরেন বরাবর সেই সব প্রতিষ্ঠানের পড়ুয়ারাই। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বারবার তাঁরাই জাতীয় স্তরের পরীক্ষায় সাফল্য অর্জন করে বাংলাকে গর্বিত করেছেন। সেই সাফল্যের মুকুটে নতুন পালকের সংযোজন দুই তনয়ার। ইউজিসি নেট (UGC NET) পরীক্ষায় দুটি বিষয়ে একজন দেশের সেরা, অন্যজন গোটা দেশে দ্বিতীয় স্থান অর্জন করার স্বীকৃতি অর্জন করলেন। তাঁদের সাফল্যে রাজ্যের গৌরবের কথা উল্লেখ করে অভিনন্দন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)।

চলতি বছর জুন মাসে সংঘটিত ইউজিসি নেট পরীক্ষায় বাংলা (Bengali) বিষয়ে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন পূর্ব বর্ধমানের কাটোয়ার নিলুফা ইয়াসমিন। অন্যদিকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা (Mass Communication and Journalism) বিষয়ে দেশের দ্বিতীয় হয়েছেন উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রামের রিক্তা চক্রবর্তী। তাঁদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ইউজিসি নেট (UGC NET) জুন, ২০২৫-এ বাংলা বিষয়ে ১০০ পার্সেন্টাইল স্কোর করা ও ভারতের মধ্যে প্রথম স্থান অর্জন এবং ইউজিসি নেট জুন, ২০২৫-এ গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিষয়ে কলকাতার রিক্তা চক্রবর্তীর দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করার জন্য অভিনন্দন।

সেই সঙ্গে রাজ্যের গৌরবের বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রী (Chief Minister) লেখেন, তোমাদের সাফল্য আমাদের রাজ্যকে গর্বিত করেছে। অভিনন্দন তোমাদের বাবা-মা, অভিভাবক ও শিক্ষকদের।

আরও পড়ুন: NCERT সিলেবাস থেকে বাদ ওড়িশার পাইকা বিদ্রোহ: সরব নবীন পট্টনায়েক

মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তায় অনুপ্রেরণা পেয়েছেন সাংবাদিকতার পড়ুয়া রিক্তা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হীরালাল গার্লস কলেজ থেকে ২০২০ সালে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের স্নাতকোত্তর রিক্তা এই সাফল্যের পরে এই বাংলাতেই গবেষণার কাজ চালিয়ে যেতে চান বলে জানান। ছোটবেলায় বাবাকে হারানো রিক্তার মা বর্তমানে রেলকর্মী। মধ্যমগ্রামের দোলতলার বাসিন্দা রিক্তা মুখ্যমন্ত্রীর শুভেচ্ছায় আপ্লুত। তিনি জানান, ওনাকে আমার অনেক প্রণাম, অনেক শ্রদ্ধা। মুখ্যমন্ত্রী যে তাঁর ব্যস্ততার মধ্যে সময় করে অভিনন্দন জানিয়েছেন, সেটা বড় প্রাপ্তি।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...