Saturday, November 1, 2025

শিক্ষাক্ষেত্রে রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সাফল্যের চিত্র তুলে ধরেন বরাবর সেই সব প্রতিষ্ঠানের পড়ুয়ারাই। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বারবার তাঁরাই জাতীয় স্তরের পরীক্ষায় সাফল্য অর্জন করে বাংলাকে গর্বিত করেছেন। সেই সাফল্যের মুকুটে নতুন পালকের সংযোজন দুই তনয়ার। ইউজিসি নেট (UGC NET) পরীক্ষায় দুটি বিষয়ে একজন দেশের সেরা, অন্যজন গোটা দেশে দ্বিতীয় স্থান অর্জন করার স্বীকৃতি অর্জন করলেন। তাঁদের সাফল্যে রাজ্যের গৌরবের কথা উল্লেখ করে অভিনন্দন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee)।

চলতি বছর জুন মাসে সংঘটিত ইউজিসি নেট পরীক্ষায় বাংলা (Bengali) বিষয়ে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন পূর্ব বর্ধমানের কাটোয়ার নিলুফা ইয়াসমিন। অন্যদিকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা (Mass Communication and Journalism) বিষয়ে দেশের দ্বিতীয় হয়েছেন উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রামের রিক্তা চক্রবর্তী। তাঁদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ইউজিসি নেট (UGC NET) জুন, ২০২৫-এ বাংলা বিষয়ে ১০০ পার্সেন্টাইল স্কোর করা ও ভারতের মধ্যে প্রথম স্থান অর্জন এবং ইউজিসি নেট জুন, ২০২৫-এ গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিষয়ে কলকাতার রিক্তা চক্রবর্তীর দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করার জন্য অভিনন্দন।

সেই সঙ্গে রাজ্যের গৌরবের বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রী (Chief Minister) লেখেন, তোমাদের সাফল্য আমাদের রাজ্যকে গর্বিত করেছে। অভিনন্দন তোমাদের বাবা-মা, অভিভাবক ও শিক্ষকদের।

আরও পড়ুন: NCERT সিলেবাস থেকে বাদ ওড়িশার পাইকা বিদ্রোহ: সরব নবীন পট্টনায়েক

মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তায় অনুপ্রেরণা পেয়েছেন সাংবাদিকতার পড়ুয়া রিক্তা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হীরালাল গার্লস কলেজ থেকে ২০২০ সালে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের স্নাতকোত্তর রিক্তা এই সাফল্যের পরে এই বাংলাতেই গবেষণার কাজ চালিয়ে যেতে চান বলে জানান। ছোটবেলায় বাবাকে হারানো রিক্তার মা বর্তমানে রেলকর্মী। মধ্যমগ্রামের দোলতলার বাসিন্দা রিক্তা মুখ্যমন্ত্রীর শুভেচ্ছায় আপ্লুত। তিনি জানান, ওনাকে আমার অনেক প্রণাম, অনেক শ্রদ্ধা। মুখ্যমন্ত্রী যে তাঁর ব্যস্ততার মধ্যে সময় করে অভিনন্দন জানিয়েছেন, সেটা বড় প্রাপ্তি।

Related articles

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...
Exit mobile version