২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) প্রয়াণ দিবস। মৃত্যুর ৪৪ বছর পেরিয়ে গিয়েছে। তবুও তিনি রয়ে গিয়েছেন বাঙালির মনে। প্রতি বছরের মতো এইবছরেও তাঁর মৃত্যু দিবস উপলক্ষে টালিগঞ্জে তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। বৃহস্পতিবার, সকালে টালিগঞ্জ ট্রাম ডিপো মোড়ে মহানায়ক উওম কুমারের (Uttam Kumar) মূর্তিতে শ্রদ্ধা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। ছিলেন তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং রাসবিহারী এলাকার বিধায়ক দেবাশিস কুমার-সহ তৃণমূল এর শীর্ষ নেতৃত্ব। ছিলেন টলিপাড়ার কলাকুশলীরা।
সকাল থেকেই টালিগঞ্জ ট্রাম ডিপো চত্বরে বেজে চলেছে মহানায়ক অভিনীত বিভিন্ন ছবির গান। স্টুডিও পাড়ায় ঢোকার মুখে মহানায়কের মূর্তিতে মাল্যদান করেন শিল্পী থেকে সাধারণ মানুষ। অরূপ বিশ্বাস বলেন, ভারতের চলচ্চিত্র যতদিন থাকবে উত্তম কুমার (Uttam Kumar) ততদিন অমর হয়ে থাকবেন। অনেক অভিনেতা, অভিনেত্রী আসবেন কিন্তু মহানায়ক উত্তম কুমার একজনই থাকবেন কারণ তিনি তাঁর অভিনয় যে জায়গায় নিয়ে গিয়েছিলেন সেটা কেউ ছুঁতে পারবেন বলে মনে হয় না।
আরও খবর: UGC-NET-এ সাফল্য বাংলার ছাত্রীদের: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
–
–
–
–
–
–
–
–
–
–
–