Tuesday, November 4, 2025

ফেডারেশনকে আইনি নোটিস পাঠালো হরিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন

Date:

আবারও সমস্যার মুখে ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। এবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালো হরিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন (HFA)। নির্বাচিত কমিটি থাকা সত্ত্বেও সংবিধান ভেঙে সেখানে অন্য কমিটি তৈরি করেছে ফেডারেশন। শুধু তাই নয় ফেডারেশনের (AIFF) বিরুদ্ধে ফিফার নিয়ম ভঙ্গেরও অভিযোগ তুলেছে এবার হরিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন। আবারও যে কল্যাণ চৌবের নেতৃত্বাধীন ফেডারেশন বেকায়দায় তা বলার অপেক্ষা রাখে না।

ফিফা (FIFA) বা এএফসির নিয়ম অনুযায়ী কোনও রাজ্য সংস্থাতেই থার্ড পার্টির প্রবেশ নিষেধ। বিশেষ করে তা যদি সরকারী কোনও ব্যক্তি হন কিংবা অলিম্পিকের কমিটির সঙ্গে জড়িত কেউ হয়ে থাকে। কিন্তু হরিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশনে এমনটাই করেছে ফেডারেশন। হঠাৎই সেখানে নতুন একটি কমিটি তৈরি করে ফেলেছে ফেডারেশন। আবার সেই কমিটির সদস্য হরিয়ানা অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক ব্যক্তিও রয়েছে।

ইতিমধ্যেই ফেডারেশনকে (AIFF) সংবিধান ভঙ্গের জন্য আইনি নোটিস পাঠানো হয়েছে হরিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে। সভাপতি, সচিব সহ কার্যকরী কমিটির আগামী ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে। তবে কেমন করে ফেডারেশন কোনওরকম আলোচনা না করেই ফের একটা নতুন কমিটি তৈরি করতে পারে। এই নিয়েই প্রশ্ন তুলেছে হরিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন। সেখানেই পাঁচ সদস্যের একটি প্যারালাল কমিটি নাকি তৈরি করেছে ফেডারেশন। তাও আবার কার্যকরী কমিটির সঙ্গে কোনওরকম আলাপ আলোচনা না করেই। ফেডারেশনের সংবিধান তো বটেই, ফিফারও নিয়ম তারা ভেঙেছে বলেই অভিযোগ।

ইতিমধ্যেই ফেডারেশনের ভাগ্য ঝুলছে সুপ্রিম কোর্টের। কারণ ফেডারেশনের সংবিধান সংশোধন নিয়ে কয়েকদিনের মধ্যেই রায় দিতে পারে ভারতের সর্বোচ্চ আদালত।

Related articles

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...

ছিটমহলে এসআইআর নিয়ে জট! ফর্ম ফেরালেন পোয়াতুর কুঠির বাসিন্দারা

রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার সকাল থেকে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে হাজির...
Exit mobile version