Thursday, August 28, 2025

জালিয়ানওয়ালাবাগে রবীন্দ্র মূর্তি স্থাপনের দাবি তৃণমূল সাংসদ ঋতব্রতর 

Date:

Share post:

জালিয়ানওয়ালাবাগের মতো ঐতিহাসিক স্থানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এখনও স্থাপন না হওয়াকে কেন্দ্র করে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।ঋতব্রতের দাবি, অবিলম্বে জালিয়ানওয়ালাবাগে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি স্থাপন করতে হবে। সেইসঙ্গে ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি প্রত্যাখ্যান করে বিশ্বকবি যে ঐতিহাসিক চিঠি লিখেছিলেন, সেটিকেও যথাযোগ্য মর্যাদায় সেখানে প্রদর্শনের দাবি জানান তিনি।

রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নে তিনি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে জানতে চান, জালিয়ানওয়ালাবাগে কবিগুরুর কোনও মূর্তি আছে কি? যদি না থাকে, তবে ভবিষ্যতে মূর্তি স্থাপনের কোনও পরিকল্পনা কেন্দ্রের রয়েছে কি না? কেন্দ্রের তরফে দেওয়া উত্তরে জানানো হয়, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও মূর্তি নেই এবং মূর্তি স্থাপনেরও কোনও পরিকল্পনা নেই। কেন্দ্রীয় সরকারের এই উত্তরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঋতব্রত।

তাঁর অভিযোগ, “এটি অত্যন্ত লজ্জাজনক ও বাংলা-বিরোধী মনোভাবের প্রতিফলন। রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম প্রতিবাদ করেছিলেন এই হত্যালীলার বিরুদ্ধে। তাঁর আত্মমর্যাদার সিদ্ধান্ত গোটা ভারতবাসীর অনুপ্রেরণা হয়ে আছে। অথচ আজও তাঁর কোনও স্মারক নেই সেখানে।” ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে অবিলম্বে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ও সেই চিঠির স্থায়ী প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ইতিহাসকে সম্মান না করলে ভবিষ্যৎ রচনাও অসম্পূর্ণ থেকে যাবে।”

আরও পড়ুন – বজ্রপাতে রাজ্যে একদিনে মৃত্যু ১৭ জনের, দক্ষিণবঙ্গে নতুন নিম্নচাপের প্রভাবে সতর্কতা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...