আবারও বিপাকে রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরুর ক্রিকেটার যশ দয়াল (Yash Dayal)। এক নাবালিকাকেক লাগাতার ধর্ষণের (Rape) অভিযোগে অভিযুক্ত হয়েছেন যশ দয়াল। সম্প্রতি কয়েকদিন আগেই একটি ধর্ষণের মামলায় এলহাবাদ হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছিলেন যশ দয়াল (Yash Dayal)। কিন্তু তার কয়েকদিনের মধ্যেই জয়পুরে ফের যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সনগানের সাদার থানায় তাঁর নামে আফআইয়ার জমা পড়েছে।

গত ২০২৩ সালে ১৭ বর্ষীয় এই কিশোরীকে (Teenage) যৌন নিগ্রহ করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ক্রিকেটার। এরপর ২০২৪ সালে আইপিএল চলাকালীনই ফের এক ঘটনা ঘটান যশ দয়াল। রাজস্থানে খেলতে যাওয়ার সময়ই এই কিশোরীকে নিজের হোটেলে ডেকে ফের ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে যশের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ক্রিকেটার বানানোর প্রলোভন দেখিয়েই এই কিশোরীকে লাগাতার ধর্ষণ করেছিলেন আইপিএল জয়ী এই ক্রিকেটার। এরপরই ফের একবার যশ দয়ালের বিরুদ্ধে আফআইয়ার রুজু করা হয়েছে।

এটাই অবশ্য প্রথমবার নয়। এর আগেও উত্তর প্রদেশের এক তরুণী তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন। সেই মামলায় অবশ্য এলাহাবাদ হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছিলেন যশ দয়াল। আপাতত এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–