Thursday, December 18, 2025

পুলিশের পরীক্ষা দিতে এসে গণধর্ষিতা! যোগীরাজ্যের পথ ধরে বিহারেও বিপদে নারী

Date:

Share post:

বিহারেও ভক্ষকের আসনে রক্ষক। পুলিশের নিয়োগের পরীক্ষায় নিযুক্ত অ্যাম্বুল্যান্স চালকের কুকীর্তিতে গণধর্ষিতা যুবতী। সংজ্ঞা হারানোর সুযোগ নিয়ে অ্যাম্বুল্যান্স চালকসহ একাধিক ব্যক্তির হাতে গণধর্ষণের (gang rape) ঘটনা বিহারের (Bihar) বোধগয়ায়। এর আগে পুলিশ কনস্টেবলের হাতে ধর্ষণের ঘটনা বিজেপি শাসিত রাজ্যে নতুন নয়। উত্তরপ্রদেশে সেই ধর্ষণের ঘটনায় এখনও বিচার পাননি ধর্ষিতা। ফলে স্বাভাবিকভাবে অন্যান্য বিজেপি ও তার সহযোগী রাজ্যে আরও বেপরোয়া ধর্ষক ও দুষ্কৃতীরা।

নির্বাচনমুখী বিহারে সাধারণ নাগরিক নিরাপত্তা নিয়ে সরব খোদ জোট শরিক এলজেপি-র সাংসদ চিরাগ পাসওয়ান। আদতে শুধুমাত্র নাগরিক নিরাপত্তা নয়, নীতীশ জমানায় যে নারী নিরাপত্তাও তলানিতে গিয়ে ঠেকেছে বিহারে, তার প্রমাণ মিলল বোধগয়ায় (Bodh Gaya)। ২৪ জুলাই সেখানে পুলিশের হোম গার্ডে চাকরির জন্য পরীক্ষা চলছিল। ভোটের আগে নিয়োগের তৎপরতা চরম বিহারে। তারই অংশ হিসাবে বিহার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে মাঠের পরীক্ষা চলছিল পুরুষ ও মহিলা উভয় বিভাগের। সেখানেই পরীক্ষা দিতে আসা ২৬ বছরের তরুণীকে গণধর্ষণের (gang rape) অভিযোগ।

পুলিশে নিয়োগের পরীক্ষা দিতে আসা নির্যাতিতার দাবি, শারীরিক পরীক্ষা সক্ষমতার দিতে গিয়ে তিনি সংজ্ঞা হারান। তখন তাঁকে পরীক্ষা কেন্দ্রে মোতায়েন অ্যাম্বুল্যান্সে পাশ্ববর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেই অবস্থায় চলন্ত অ্যাম্বুল্যান্সের (ambulance) ভিতরে তাঁকে একাধিক ব্যক্তি ধর্ষণ (gang rape) করে বলে অভিযোগ করেন তিনি। পুলিশের পরীক্ষা দিতে এসেই যে পাশবিক অভিজ্ঞতার শিকার তাতে গোটা ব্যবস্থার উপর বিশ্বাস হারিয়েছেন তিনি।

আরও পড়ুন: ৫৬ লক্ষ ভুয়ো ভোটার তিন মাসে! সীমান্তে অনুপ্রবেশের দায় নিয়ে শাহর পদত্যাগ দাবি তৃণমূলের

গোটা ঘটনায় চূড়ান্ত মুখ পুড়েছে বিহার পুলিশের। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার বার্তা বিহার পুলিশের। অভিযোগ দায়েরের দুঘণ্টার মধ্যে অ্যাম্বুল্যান্সের (ambulance) চালক বিনয় কুমার ও সহকারী অজিত কুমারকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে সিট (SIT) গঠন করে ঘটনায় দ্রুত তদন্ত করার আশ্বাস দেওয়া হয়েছে। তথ্য প্রমাণ সংগ্রহে গোটা এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করা হয়েছে।

spot_img

Related articles

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...