রাজস্থানের মেডিক্যাল কলেজে ‘কর্তৃপক্ষের ইচ্ছায় ফেল’! মানসিক নির্যাতনে আত্মঘাতী ছাত্রী

Date:

Share post:

শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের ভবিষ্যৎ কতটা সংকটে একের পর এক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলি। কোথাও প্রাতিষ্ঠানিক যৌন নির্যাতনের শিকার পড়ুয়ারা। আবার কোথাও প্রতিষ্ঠানের নিয়ম মাফিক অব্যবস্থা ও মানসিক নির্যাতন পড়ুয়াদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। ওড়িশা থেকে রাজস্থান – বিজেপি শাসিত সব রাজ্যে এভাবেই বিপদে পড়ুয়ারা। এবার রাজস্থানর (Rajasthan) উদয়পুরের প্যাসিফিক ডেন্টাল কলেজের এক ছাত্রী সুইসাইড নোটে (suicide note) কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে আত্মহত্যা করলেন। প্রতিবাদে সরব কলেজের মেডিক্যাল পড়ুয়ারা।

বেসরকারি মেডিক্যাল কলেজের কী চেহারা বিজেপি শাসিত রাজস্থানে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন জম্মু ও কাশ্মীরের এক মেডিক্যাল পড়ুয়া। একদিকে ইচ্ছামতো ফেল করিয়ে দেওয়া। অন্যদিকে বছর পেরিয়ে গেলেও পরীক্ষা না হওয়ায় চূড়ান্ত অনিশ্চয়তার মুখে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন ফাইনাল ইয়ারের এক ছাত্রী।

বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান তাঁর সহপাঠী। পুলিশ এসে দেহ উদ্ধার করে। মিলেছে সুইসাইড নোট। তাতে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। সুইসাইড নোটে (suicide note) লেখা, ‘ইচ্ছা করে পড়ুয়াদের ফেল (arbitrarily fail) করিয়ে দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। টাকা চেয়ে চাপ দিচ্ছে। টাকা দিলে পাশ করায়। না দিতে পারলে রক্ত শুষে নেয়। ২ মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার কথা ছিল। ২ বছর পেরিয়ে গিয়েছে। কবে ডিগ্রি পাব, ঈশ্বর জানেন।’

আরও পড়ুন: ভুল চিকিৎসায় অসাড় দেহ, তাই নিয়ে ৮ ঘণ্টা স্কুলে চাকরি! স্বেচ্ছামৃত্যুর আবেদন মধ্যপ্রদেশের শিক্ষিকার

এই ধরনের ঘটনা যে সত্য, তা স্পষ্ট বাকি পড়ুয়াদের বিক্ষোভে। কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ দেখান মেডিক্যাল পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, পরীক্ষা ও নানা অজুহাতে পড়ুয়াদের চাপ দেওয়া হয়। পরীক্ষা থেকে উপস্থিতি –  সবেতেই টাকার দাবি নিয়ে হাজির কর্তৃপক্ষ। টাকা না দিলে মানসিক নির্যাতনও চলে। আত্মহত্যার ঘটনায় এখনও পর্যন্ত মুখ খোলেননি কলেজ কর্তৃপক্ষ।

spot_img

Related articles

‘নতুন’ নেপালে নেতৃত্বে কে? প্রশ্নের মাঝেই সুযোগ খুঁজছেন রাজা জ্ঞানেন্দ্র!

একদল যুব সমাজের বিক্ষোভ মাত্র দুদিনে বদলে দিল নেপালের রাজনৈতিক চিত্র। তবে দেশের গোটা যুব সমাজকে একজোট করে...

নেপালের অশান্তির জেরে সমস্যা পড়বেন পর্বতারোহীরা, আশঙ্কায় পিয়ালি বসাক

সন্দীপ সুর গণবিক্ষোভে উত্তাল নেপাল(Nepal)। হিমালয়ের বুকে দাঁড়িয়ে থাকা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টসহ আট-আটটি উচ্চতম পর্বত রয়েছে এই...

নেপালের অস্থিরতার উত্তাপ পর্যটনে, মাথায় হাত ব্যবসায়ীদের

পুজোর ছুটিতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে ভালবাসেন অনেকেই। আর নেপাল (Nepal) তো সব সময়ই বাঙালির প্রিয় ডেস্টিনেশন। হিমাচল...

বিক্ষোভের আগুনে পুড়ে মৃত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী, রক্তাক্ত শের বাহাদুর দেউবা

বামপন্থী শাসনের বিরুদ্ধে সবরকম প্রতিরোধের ডাক দিয়েছিল নেপালের জেন জি। সেই বিক্ষোভ শেষপর্যন্ত এতটাই রক্তাক্ত হয় মঙ্গলবার দিনভর,...