কলাকুশলীদের কাজের পরিবেশ আরও উন্নত ও মানবিক করতে বড় পদক্ষেপ নিল টেকনিশিয়ান ফেডারেশন। শনিবার থেকে শুরু হল ইন্দ্রপুরী স্টুডিওর আধুনিকীকরণের কাজ। আগামী ৭০ দিনের মধ্যে ধাপে ধাপে সম্পূর্ণ হবে ক্যান্টিন, শৌচালয় ও শুটিং সরঞ্জাম রাখার গোডাউন নির্মাণ। এই উদ্যোগের পেছনে রয়েছে সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ, প্রোডিউসার ও ফেডারেশনের মধ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠক। শনিবার ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সরেজমিনে ইন্দ্রপুরী স্টুডিও পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন স্টুডিও কর্ণধার তেজেশ দোশি, প্রযোজক নিশপাল সিং রানে, নীতীশ শর্মা ও নীলাঞ্জনা শর্মা-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের প্রযোজকরা।

ফেডারেশন সভাপতি জানান, “শুটিং ইউনিটের কলাকুশলীদের সুস্থ-সুন্দর কাজের পরিবেশ ফিরিয়ে দিতে আমরা প্রথম থেকেই সচেষ্ট। প্রোডিউসাররাও সহযোগিতা করছেন, আমরা টেকনিশিয়ানদের পক্ষ থেকেও সাধ্যমতো সাহায্য করছি।”

বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী—

• ৭ দিনের মধ্যে স্টুডিও সাফাইয়ের কাজ শেষ হবে এবং ফায়ার সার্টিফিকেট জমা দেবে কর্তৃপক্ষ।

• এক মাসের মধ্যে তৈরি হবে নতুন শৌচালয়, যেখানে মহিলাদের জন্য থাকবে পৃথক ব্যবস্থা।

• ২০ দিনের মধ্যে ক্যান্টিন সম্প্রসারণ ও আধুনিকীকরণ করা হবে।

• ৩০ দিনের মধ্যে স্টুডিও কর্তৃপক্ষ নির্মাণ করবে পৃথক গোডাউন।

এছাড়াও, ফেডারেশন সভাপতির হস্তক্ষেপে ফ্লোরের বাইরের শুটিংয়ের ভাড়া অর্ধেক করা হয়েছে এবং নির্দিষ্ট জোন ছাড়া স্টুডিওর কোথাও ধূমপানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই পদক্ষেপে কলাকুশলীদের কাজের পরিবেশে এক নতুন দিগন্তের সূচনা হবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন – ফের মুর্শিদাবাদে খুন তৃণমূল সমর্থক, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

_
_
_
_
_
_