Thursday, August 21, 2025

NASA-র ইতিহাসে এক বড়সড় ধাক্কা! সংস্থার প্রায় ২০ শতাংশ কর্মী চলতি বছরের মধ্যেই ছাঁটাইয়ের মুখে। কর্মী ছাঁটাইয়ের এই ঘটনা শুধু অভ্যন্তরীণ রদবদল নয়—বিশ্লেষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) রাজনৈতিক মদতে বিজ্ঞানবিরোধী মনোভাব ও অপেশাদার নেতৃত্বের চাপ NASA-কে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। চলতি বছরেই ৩৮৭০ কর্মী ছাঁটাইয়ের কথা প্রকাশ্যে এসেছে। এরপর NASA-তে মাত্র ১৪ হাজার কর্মী অবশিষ্ট থাকবেন। সম্প্রতি NASA-র অন্তর্বর্তী প্রধান নিযুক্ত হয়েছেন প্রাক্তন কংগ্রেসম্যান ও ট্রাম্প-ঘনিষ্ঠ শ্যন ডফি (Sean Duffy)। যাঁর মহাকাশবিজ্ঞান বা প্রযুক্তিগত বিষয়ে কোনও বাস্তব অভিজ্ঞতা নেই। বিজ্ঞানীদের একটি বড় অংশ একে ‘রাজনৈতিক নিয়োগের বিপজ্জনক উদাহরণ’ বলে মনে করছেন।

NASA-র এক অভ্যন্তরীণ চিঠিতে কর্মীরা অভিযোগ করেছেন, নতুন নেতৃত্ব “গবেষণার স্বাধীনতা খর্ব করছে এবং মহাকাশ মিশনগুলোকে রাজনৈতিক স্বার্থে প্রভাবিত করার চেষ্টা করছে”। কর্মীদের মতে, অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প, যেমন মঙ্গল গ্রহে স্যাম্পল রিটার্ন মিশন বা লুনার গেটওয়ে-এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হতে চলেছে।

বিশ্বজুড়ে যখন মহাকাশ গবেষণায় প্রতিযোগিতা বাড়ছে, তখন NASA-র মতো সংস্থায় বিজ্ঞান নয়, বরং রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় ও গবেষণা মহল NASA-র এই হঠাৎ রূপান্তরকে “বিজ্ঞান ও যুক্তিবাদের বিরুদ্ধে এক ঘৃণ্য আক্রমণ” বলে বর্ণনা করছে। ওয়াশিংটনের এক বিজ্ঞাননীতি গবেষক বলেন, “NASA শুধুমাত্র একটি মহাকাশ সংস্থা নয়, এটা আমেরিকার ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক। আর এই প্রতীককেই এখন দলীয় স্বার্থে ভেঙে ফেলা হচ্ছে।”

যখন চীন, ইউরোপ এবং ভারত মহাকাশ অভিযানে অভাবনীয় অগ্রগতি করছে, তখন NASA-র মতো একটি সংস্থায় অভিজ্ঞ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের হঠাৎ ছাঁটাইয়ে আমেরিকা (America) মহাকাশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিজ্ঞানকে রাজনীতির লেজুড়বৃত্তি বানালে, তা শুধু সংস্থার ক্ষতি নয়—দেশের ভবিষ্যতেরও বড় হুমকি। আরও পড়ুনঃ মিশিগানে ওয়ালমার্ট সুপারমার্কেটে ছুরি দিয়ে হামলা, আহত অন্তত ১১

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version