Saturday, November 15, 2025

এশিয়া কাপে পাকিস্তান ম্যাচ বয়কট করতে পারবে না ভারত!

Date:

মহসিন নাকভির এশিয়া কাপে (Asia Cup) শুরু হওয়ার তারিখ ঘোষণার পরই , এশিয়া কাপের সূচিও ঘোষণা হয়ে গিয়েছে। আর সেখানেই আগামী ১৪ সেপ্টেম্বর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। আর তাতেই এখন জোর চর্চা। ভারত কি পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত খেলা বয়কট করলেও এখানে নাকি ভারতকে খেলতেই হবে। কোন নিয়মের কারণে ভারত নাম তুলতে পারবে না, সেই নিয়েই মুখ খুলেছেন এক বোর্ড (BCCI) কর্তা।

পহেলগাম ঘটনা হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সমস্তরকম সম্পর্ক ছিন্ন করেছে বিসিসিআই (BCCI)। এমনকি ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে আর দ্বিপাক্ষিক সিরিজ না খেলার কথাও ঘোষণা হয়ে গিয়েছিল। এরপরই শোনা যাচ্ছিল যে বিসিসিআই(BCCI) নাকি এশিয়া কাপ (Asia Cup) থেকেও নাম তুলে নিতে পারে।

যদিও দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা ভেবে ইতিমধ্যেই এশিয়া কাপ হাইব্রিড মডেলে হওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আবার ভারতকেও খেলতে হবে। পাকিস্তান এবং ভারত যদি ফাইনালে ওঠে, তবে নাকি তিনবার তাদের সাক্ষাত হবে এবারের এশিয়া কাপে। অবশেষে বোর্ডের এক কর্তাই জানিয়ে দিয়েছেন খেলার পিছনের আসল কারণ।

এক সর্বভারতীয় সংস্থাকে বোর্ডের সেই কর্তা জানিয়েছেন, “বিসিসিআই এই প্রতিযোগিতা থেকে নাম তুলতে পারবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে সর্ব সম্মতিক্রমেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ খাতায় কলমে ভারত আয়োজক দেশ। এর ফলে এই অবস্থায় এসে কোনও কিছুই বদলে ফেলা সম্ভব নয়। কর্ম কর্তারা যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে ফেলেছেন। সেই অনুযায়ীই সূচি তৈরি হয়েছে”।

বাংলাদেশের এসিসির বৈঠকের কথা শুনে বিসিসিআই সেখানে না থাকার কথা জানিয়ে দিয়েছিলেন। পরে অবশ্য সেই মনোভাব বদলে ভার্চুয়ালি বোর্ডের এক কর্তা যোগ দিয়েছিলেন সেই বৈঠকে। কয়েকদিন আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসদের প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এই নিয়েই এখন সরগরম ভারতীয় ক্রিকেট মহল।

Related articles

দুর্নীতি নিয়ে মুখ খুলতেই দল বিরোধী! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীসহ তিনজনকে সাসপেন্ড বিজেপির

বিজেপির তোষণের রাজনীতির সমালোচনা করলেই যে তিনি দলবিরোধী হবেন, দল হিসাবে এটাই বিজেপির নীতি। যা বারাবার প্রকাশ্যে এসেছে।...

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং...
Exit mobile version